বাংলা চলচ্চিত্রের বড় বাজেটের ছবি নিয়ে আবারও আলোচনায় এসেছে জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটি আনছে এক নতুন ধাঁচের লেডি অ্যাকশন থ্রিলার— ‘অন্তর্যামী’, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। ছবিটি পরিচালনা করেছেন সৈকত নাসির।

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানিয়েছেন, ‘অন্তর্যামী কোনো নায়ক-নির্ভর ছবি নয়। এটি একটি লেডি অ্যাকশন সারভাইভাল স্টোরি। কেউ কেউ এটাকে ‘অগ্নি ২’-এর পরের গল্প ভাবতে পারেন, কিন্তু আসলে এটি সম্পূর্ণ নতুন গল্প। অগ্নি ছিল প্রতিশোধের গল্প, আর অন্তর্যামী বেঁচে থাকার গল্প।’

ছবির পোস্টারেই ধরা দিয়েছে মাহির চরিত্রের রহস্যময় ও শক্তিশালী উপস্থিতি। ছবির গল্প আবর্তিত হবে মাহিয়া মাহি এবং ৯ বছরের শিশু শিল্পী মাবশুকে কেন্দ্র করে। মাবশু অভিনয় করেছে এমন এক শিশুর চরিত্রে, যার রয়েছে অদ্ভুত এক মানসিক শক্তি— সে একজন অন্তর্যামী।

ছবির কোরিওগ্রাফি করেছেন ভারতের বিখ্যাত বাবা যাদব, ফাইট ডিরেকশন করেছেন জাইকা স্ট্যান্ট। শুটিং হবে বাংলাদেশ, থাইল্যান্ড ও আমেরিকায়। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, ২০২৬ সালে মুক্তি পাবে ‘অন্তর্যামী’।

প্রসঙ্গত, মাহিয়া মাহিকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘রাজকুমার’ ছবিতে। এখানে তিনি অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন।

এর আগে ‘বুবুজান’ ছবিতে দেখা গেছে তাকে। সিনেমায় অভিনয়ের পাশাপাশি একটা সময় রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জানিয়েছিলেন, সিনেমা ছেড়ে দেবেন। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনে হেরে পরে আবার সিনেমায় নিয়মিত হতে চেয়েছিলেন। কিন্তু তাকে আর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি।

এবার চলচ্চিত্রপ্রেমীদের মতে, “অন্তর্যামী” হতে পারে মাহিয়া মাহির ক্যারিয়ারের নতুন মোড়, যেখানে তিনি নারী চরিত্রের শক্তি, রহস্য ও বুদ্ধিমত্তাকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবেন।