বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মায়ামী মোবাইল কনস্যুলার ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন ধরণের কনস্যুলার সেবা প্রদান করেছে। গত ১৮-১৯ মে (শনিবার ও রবিবার) যুক্তরাষ্ট্রের আলাবামার মোবিল শহরে লুজিয়ানা, মিছিছিপি, পেনসেকোলাসহ বাংলাদেশিদেরকে মোবাইল কনস্যুলার ক্যাম্পের মাধ্যমে এই সেবা প্রদান করা হয়।
১৮ই মে শনিবার বিকাল ৩ টা থেকে রাত ১১ টা সাংস্কৃতিক সন্ধ্যা এবং দুদিনের মোবাইল কনস্যুলেট এর প্রথম দিন শনিবার সকাল ১২ টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত এবং রবিবার সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত নো ভিসা সহ সামগ্রিক সেবায় ব্যপক সাড়া পড়ে। আশে পাশে বসবাসরত বাঙালিদের ২০ বছরের মধ্যে প্রথম এমন অনুষ্ঠান উপহার দেওয়া হয়।

যেখানে ৫০০ বাঙ্গালীদের আগমন ঘটে, এই অনুষ্ঠানে আমেরিকার আলাবামা রাজ্যের স্টেট সেক্রেটারী ও কংগ্রেসম্যান উপস্থিত থাকাতে বাংলাদেশীদের ব্যপক উৎসাহীত করে।
কনস্যুলেট জেনারেল অফ বাংলাদেশ মায়ামি মোবাইল সেবা গ্রহন করেন ৬২ জন প্রবাসী, নো ভিসা, পাওয়ার অফ অ্যাটর্নি, দ্বৈত নাগরিকত্বসহ নানা সেবা দেওয়া হয়।
অনুষ্ঠানের দিত্বীয় দিন সন্ধ্যায় শহীদুল ইসলাম সাচ্চুর উপস্থাপনায় এসআই টুটুল এবং ঋতুপর্ণা ব্যানার্জি বেশ কিছু জনপ্রিয় সংগীত পরিবেশন করেন।

এছাড়া দেশি খাবারের সাথে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করেন আয়োজকরা। স্টলে পরিবেশন করা হয় নাস্তা, চা, আখের জুস, নারকেল, ঐতিহ্যবাহী পোশাকসহ আরও অনেক কিছু।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য ‘জেরি এল কার্ল’ এবং বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলাবামার সেক্রেটারি অফ স্টেট ‘ওয়েস অ্যালেন’। তারা সকল সম্প্রদায়ের উন্নয়নে সর্বাত্মক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন।

উক্ত অনুষ্ঠান আয়োজন করেন গালফ কোস্ট বাংলাদেশি কমিউনিটি ইভেন্ট আয়োজক আজমির আহমেদ, মোঃ ইকবাল, পারভেজ জীবন ও খন্দকার শফিসহ অনেকে।

এসময় মায়ামী মিশন প্রধান ইকবাল আহমেদ স্থানীয়দের ধন্যবাদ জানান এবং আশ্বস্ত করেন আগামীতে মিশন পাশে থেকে যথাসাধ্য সেবা প্রদানের চেস্টা করবে।












