লেবাননে পেজার ও ওয়াকিটকি দিয়ে দখলদার ইসরাইল যে হামলা চালিয়েছে তার ‘বিপর্যয়কর জবাব’ দেওয়া হবে জানিয়েছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান কমান্ডার হোসেইন সালামি। তিনি বলেছেন, প্রতিরোধ অক্ষ এই হামলা দাঁতভাঙা জবাব দেবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (১৯শে সেপ্টেম্বর) লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহর কাছে চিঠি পাঠান তিনি। চিঠিতে বিপ্লবী গার্ডের কমান্ডার জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের ইরানের প্রতিরোধ বাহিনীর কাছ থেকে খুব দ্রুত কঠোর জবাব পাবে ইসরাইল। পেজার-ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটিয়ে লেবানের নারী, পুরুষ ও শিশুদের ওপর হামলা চালিয়ে ইসরাইল নতুন কিছু পাবে না। এই ধরনের সন্ত্রাসী হামলা নিঃসন্দেহে ইহুদিবাদী সরকারের কাজ। যারা হতাশা ও ধারাবাহিক ব্যর্থতা থেকে এটি করেছে।
গত বছর গাজায় ইসরাইলি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি বিমান ও রকেট হামলা চলছে। গত মঙ্গল (১৭ই সেপ্টেম্বর) ও বুধবার (১৮ই সেপ্টেম্বর) লেবানন ও সিরিয়ায় হিজবুল্লাহর সদস্যদের ব্যবহার করা তারহীন যোগাযোগ যন্ত্র পেজার ও ওয়াকিটকিতে একযোগে বিস্ফোরণের ঘটনা ঘটে। লেবানন সরকার ও হিজবুল্লাহ এই ঘটনার জন্য ইসরাইলকে দায়ি করেছে। তবে এসব ঘটনা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি ইসরাইল।











