আজ ১ নভেম্বর। বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের জন্মদিন। ৫১ পেরিয়ে ৫২ বছরে পা দিয়েছেন তিনি। কিন্তু তাকে দেখে তা বোঝার উপায় নেই! সৌন্দর্য, মাধুর্য আর আত্মবিশ্বাস-সব মিলিয়ে এখনো যেন নব্বই দশকের সেই তরুণী ঐশ্বরিয়া।
সৌন্দর্যের সংজ্ঞা সময়ের সঙ্গে বদলায়, কিন্তু কিছু নাম সময়কেও হার মানায়-তেমনই এক নাম ‘ঐশ্বরিয়া রাই বচ্চন’। বলিউডে যিনি পরিচিত শুধু অভিনেত্রী হিসেবে নন, বরং এক অনন্য সৌন্দর্যের প্রতীক হিসেবে।
১৯৭৩ সালের এই দিনে কর্নাটকের ম্যাঙ্গালোরে জন্ম নেওয়া ঐশ্বরিয়া ছোটবেলায় পরিবারসহ মুম্বাইয়ে চলে আসেন। মডেলিং দিয়ে শুরু করে ১৯৯৪ সালে ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জেতেন। ১৯৯৭ সালে তামিল সিনেমা ‘ইরুবার’ দিয়ে অভিনয়ে পা রাখেন এবং ‘জিন্স’ সিনেমায় প্রথম বাণিজ্যিক সাফল্য পান। পরে বলিউড ও হলিউডে একাধিক হিট মুভি উপহার দেন। ২০০৭ সালে অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঐশ্বরিয়া।
‘তাল’, ‘দেবদাস’, ‘জোধা আকবর’, ‘গুরু’, ‘ধূম ২’, ‘রেইনকোট’- প্রতিটি সিনেমায় অভিনয়ের নৈপুণ্যে প্রমাণ করেছেন, তিনি কেবল রূপের নয়, প্রতিভারও প্রতীক। বিশেষ করে ‘দেবদাস’-এ পারো চরিত্রে তার অনবদ্য অভিনয় আজও দর্শকদের মনে অমলিন।
ঐশ্বরিয়া বলিউডের সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিষ্ঠা পেয়েছেন। ‘ব্রাইড অ্যান্ড প্রেজুডিস’, ‘দ্য পিঙ্ক প্যান্থার ২’র মতো হলিউড প্রজেক্টে কাজ করেছেন তিনি। কানের চলচ্চিত্র উৎসবে তিনি দীর্ঘদিন ধরে ভারতের মুখ হয়ে উঠেছেন। তার রেড কার্পেট উপস্থিতি এখন এক ঐতিহ্য।












