রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের একটি তেলের ট্যাংকারে ভয়াবহ ড্রোন হামলা চালানো হয়েছে। এ হামলায় তেলের ট্যাংকারে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। ক্রিমিয়ায় রাশিয়ার নিয়োগকৃত গভর্নর মিখাইল রাজভোজায়েভ ড্রোন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ক্রিমিয়ায় নতুন হামলার ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইউক্রেনের সেনাবাহিনী। ক্রিমিয়ার গভর্নর মিখাইল রাজভোজায়েভ জানিয়েছেন, শনিবারের এ হামলায় কেউ হতাহত হননি।
গতকাল শুক্রবার রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বড় শহরগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এরপরের দিনই ক্রিমিয়ায় ড্রোন হামলার ঘটনা ঘটল।


 
	









