বলিউড তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ডিপফেক ভিডিওর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। মানহানিকর ও বিভ্রান্তিকর কনটেন্ট প্রচারের অভিযোগে তারা ইউটিউব এবং এর মূল প্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এই মামলায় গুগল ও সংশ্লিষ্টদের কাছ থেকে ৪৫০,০০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি টাকা, ক্ষতিপূরণ হিসেবে দাবি করা হয়েছে। একই সঙ্গে ডিপফেক ভিডিও শেয়ার ও প্রচারে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন তারা।
আদালতে দেওয়া পিটিশনে তারা উল্লেখ করেছেন, ইউটিউবে এমন একাধিক ভিডিও পাওয়া যায়, যেখানে তাদের ছবি ও কণ্ঠস্বর ব্যবহার করে ভুয়া, বিভ্রান্তিকর এবং মানহানিকর উপায়ে চিত্রিত করা হচ্ছে।
এর উদাহরণ হিসেবে আবেদনে ‘অভিষেক বচ্চন হঠাৎ কোনো চলচ্চিত্র অভিনেত্রীকে চুম্বন করছেন’ বা ‘ঐশ্বরিয়া রাই বচ্চন এবং সালমান খান একসঙ্গে ডিনার করছেন’—এমন মনগড়া ভিডিওর কথা উল্লেখ করা হয়েছে।
আবেদনকারী তারকা দম্পতি যুক্তি দেন, এই জাতীয় ভিডিওগুলো কেবল তাদের সুনামকেই আঘাত করছে না, বরং এটি তাদের গোপনীয়তার মৌলিক অধিকারেরও মারাত্মক লঙ্ঘন।