ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিন। তিনি ডিএনসিসির ‘চিফ হিট অফিসার’ হিসেবে নিয়োগ পেয়েছিলেন। বুশরা বাংলাদেশসহ পুরো এশিয়ায় প্রথম চিফ হিট অফিসার (সিএইচও) ছিলেন। তার বিরুদ্ধে গুলশানের কোর্ট ইয়ার্ড বাজার সিসা বার চালানোর অভিযোগ পাওয়া গেছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, গুলশানের কোর্ট ইয়ার্ড বাজার এলাকায় অবস্থিত ‘দ্য কোর্ট ইয়ার্ড বাজার সিসা লাউঞ্জ’-এ গত ১৯ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে গুলশান থানা পুলিশ অভিযান চালায়।
সেখানে বিপুল পরিমাণ সিসা, হুক্কা ও নেশাদ্রব্য উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়।
গুলশান থানার ওসি হাফিজুর রহমান জানান, লাউঞ্জের মালিক বুশরাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি, তবে তার স্বামী জাওয়াদসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
উদ্ধারকৃত নথিপত্রে বুশরার সংশ্লিষ্টতার প্রমাণ রয়েছে বলে জানায় পুলিশ।
পুলিশ আরও জানায়, এই লাউঞ্জটি মূলত ক্যাটারিং ব্যবসার জন্য ভাড়া নেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে কোনো অনুমোদন ছাড়াই তা রেস্টুরেন্ট ও সিসা বার হিসেবে চালানো হচ্ছিল।
এ ঘটনায় বুশরা ছাড়াও বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সিসা বারের সঙ্গে সংশ্লিষ্টতা নিয়েও প্রশ্ন উঠেছে। বনানী, গুলশানসহ অভিজাত এলাকায় বেশ কয়েকটি সিসা বারের পেছনে প্রভাবশালীদের নাম উঠে এসেছে।
সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্যদের ছত্রছায়ায় এসব সিসা বার গড়ে উঠেছিল। সরকার পরিবর্তনের পর অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলেও, নতুন নামে পুনরায় চালু করার চেষ্টা চলছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা বলেন, এই অবৈধ ব্যবসার পেছনে একটি সংগঠিত সিন্ডিকেট রয়েছে। এতে কিছু অসাধু সরকারি কর্মকর্তা, আইনজীবী ও সাংবাদিক জড়িত।
এদিকে, নারকোটিক্স অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন- রাজনৈতিক তদবির ও প্রভাবশালী মহলের চাপের কারণে রাজধানীতে সিসা বার ব্যবসা সম্পূর্ণভাবে বন্ধ করা কঠিন হয়ে পড়েছে।