জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে চিত্রনায়িকা প্রার্থনা ফারদীন দীঘির সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল। অনেকেই ধরে নিয়েছিলেন, বন্ধুত্বের বাইরে গিয়ে হয়তো প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তারা। এমনকি বিয়ের সম্ভাবনার কথাও শোনা গিয়েছিল ভক্তদের মুখে।
আফ্রিদি বিয়ের পিঁড়িতে বসায় এ আলোচনায় ভাটাও পড়েছিল অনেকটা। তবে সম্প্রতি গ্রেফতার হওয়ায় ফের মাথাচাড়া দিয়েছে বিষয়টি। এবারও চুপ করে থাকেননি অভিনেত্রী। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে এবার বিষয়টি পরিষ্কারভাবে জানালেন দীঘি।
সম্প্রতি এক অনুষ্ঠানে আফ্রিদির সঙ্গে কীভাবে পরিচয় তা জানিয়ে দীঘি বলেন, ‘মাই টিভির একটা প্রোগ্রামে গিয়েছিলাম। ওটাতে সে অ্যাংকর ছিলো। ওখান থেকেই প্রথম দেখা, পরিচয়। এবং তারপরে ওই ইস্যুটা অনেক বেশি ভাইরাল হয়ে যায়। আমরা কেউ রেডি ছিলাম না ওটা এতো ভাইরাল হবে।’
তৌহিদ আফ্রিদি নিজেকে দীঘির বয়ফ্রেন্ড দাবি করতেন, এমন গুঞ্জনও ভেসে উঠেছিল শোবিজে। এ প্রসঙ্গে দীঘি বলেন, ‘আমরা কখনও এরকম কথা বলিনি। আমি তো বলিনি। আর ও তো আরও বেশি স্ট্রিক্ট ছিল ব্যাপারটাতে এবং একটা মোমেন্ট ছিল যে, যখন ব্যাপারটা অনেক বেশি বেড়ে যায়, শোবিজে অনেক বেশি কথা হয়ে যায়, অনেক বেশি নিউজ হওয়া শুরু করে, তখন এই জিনিসটা নিয়ে আমাদের ফ্যামিলি বিব্রত হয়ে যায়। কারণ যে জিনিসটা নিয়ে আমরা অবগত না, কিংবা যে জিনিসটা আমাদের আশেপাশে কেন হবে, এরকম নিউজ কেন হবে? কারণ আমরা এটার জন্য প্রস্তুত না। এটা খুব পার্সোনাল কথা লিখে ফেলছে। তখন এমন একটা সময় এসেছিল যে আমরা এক থেকে দেড় বছর কথাই বলিনি ঠিকমতো। দেখা করাও অফ করে দিয়েছি।’
এর আগে আফ্রিদিকে বন্ধু দাবি করে দীঘি বলেছিলেন, ‘তৌহিদ আফ্রিদির সঙ্গে এখনও ভালো বন্ধুত্ব। বন্ধুত্বের কোনো সময় থাকে না, বিষয়টা এমন না যে এখন বন্ধুত্ব আছে, পরে বন্ধুত্ব থাকবে না। সব সময় সে আমার বন্ধু। একজন ভালো বন্ধু। আমাদের মিডিয়ায় বন্ধুত্ব নিয়ে অনেক বেশি কথা হয়েই থাকে। এটা অনেকটা মনগড়া কথাও। সব মিলিয়ে আমি বলব, আফ্রিদি সব সময় ভালো বন্ধু ছিল, আছে, থাকবে।’
আফ্রিদি ছাড়া মাহিমিন রাশিদ নামের এক তরুণের সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছিল দীঘির। ওই তরুণের ফেসবুক আইডিতে তার সঙ্গে দীঘির বেশকিছু ছবি দেখা গিয়েছিল। মাহিমিনের কাঁধে মাথা রেখে সমুদ্র দেখতে দেখা গিয়েছিল দীঘিকে। সেটিকেও বন্ধুত্ব বলে অভিহিত করেছিলেন এ অভিনেত্রী।