এবারই প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। এজন্য বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত লাখ লাখ ভোটারের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। আগামী ৩১ অক্টোব ২০২৫ তারিখের মধ্যে ভোটার হিসেবে নিবন্ধিত ব্যক্তিরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন।
ইতোমধ্যে প্রায় ৫৪ হাজার প্রবাসী ভোটার হতে আবেদন করেছেন। সম্প্রতি প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদানসংক্রান্ত নির্বাচন কমিশনের তৈরি করা প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রবাসী বাংলাদেশীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয় পত্র পেতে অত্যাবশ্যকীয় ডকুমেন্টস বিষয়ক নির্দেশনাবলী:-
আবেদনের লিঙ্ক – https://services.nidw.gov.bd/nid-pub/
অনলাইনে আবেদন করার পর অত্র কনস্যুলেটে এনরোলমেন্টের জন্য এপয়েন্টমেন্ট পেতে পেতে hoc.miami@mofa.gov.bd তে Subject “Appointment for Voter registration & NID_ applicant’s name” উল্লেখ করে ইমেইল করার জন্য অনুরোধ করা হয়েছে।
এদিকে ইসির তৈরি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১০টি দেশে মোট ভোটার হয়েছেন ১৫ হাজার ৮৭৭ জন। এদের মধ্যে ১৩ হাজার ৯৯০ জনকে ইতোমধ্যে এনআইডি বিতরণ করা হয়েছে।
সবচেয়ে বেশি ভোটার হয়েছেন সংযুক্ত আরব আমিরাতে ৯ হাজার ৩৪০ জন। এছাড়া সৌদি আরব ৬৮৯ জন, ইতালি ১ হাজার ৫৭ জন, যুক্তরাজ্য ৩ হাজার ৭৯০ জন, কুয়েত ২২১ জন, কাতার ৪৪৪ জন, মালয়েশিয়া ৩১৯ জন, অস্ট্রেলিয়া ১২ জন এবং জাপান ৫ জন। কানাডায় কোনো নতুন ভোটার হয়নি।
ভোটারযোগ্য বয়সের (১৮ বছর বা তার বেশি) প্রবাসী বাংলাদেশি নাগরিকরা তাদের অবস্থানরত দেশে থেকে নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। ১৬-১৭ বছর বয়সী প্রবাসী নাগরিকদেরও নিবন্ধনের সুযোগ থাকবে। আবেদনকারীদের অবশ্যই অনলাইনে পূরণকৃত ফরম, পাসপোর্ট কপি, জন্ম সনদ কপি, পিতামাতার এনআইডি কপি, শিক্ষাগত যোগ্যতার কপি এবং প্রযোজ্য অন্যান্য দলিলাদি জমা দিতে হবে। আবেদনের ক্ষেত্রে বাংলাদেশের সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসার সরেজমিন তদন্ত করবেন।
প্রকাশিত এসওপি অনুযায়ী, দলিলাদি সরাসরি জমা না দিলে বাংলাদেশে অবস্থানরত প্রতিনিধির মাধ্যমে তা জমা দেওয়া যাবে।