প্রশান্ত মহাসাগরে মাদক পরিবহনের অভিযোগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী চারটি নৌকায় হামলা চালিয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন ওই হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, কথিত মাদক পরিবহনের অভিযোগে প্রশান্ত মহাসাগরে অন্তত চারটি নৌকা লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মেক্সিকোর উদ্ধার ও তল্লাশি কর্মীরা নৌকায় বেঁচে থাকা এক ব্যক্তিকে উদ্ধার করেছেন।
পিট হেগসেথ বলেছেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মাদকবিরোধী অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৫৭ জনে দাঁড়িয়েছে। মার্কিন সামরিক বাহিনীর তিনটি হামলায় মোট ১৪ জন মাদক সন্ত্রাসী নিহত হয়েছেন। তিনি বলেন, সব হামলাই আন্তর্জাতিক জলসীমায় চালানো হয়েছে এবং এতে কোনও মার্কিন সেনা হতাহত হননি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন,
যুক্তরাষ্ট্র বলছে, প্রশান্ত ও ক্যারিবীয় অঞ্চলে মাদক বহনকারী বিভিন্ন নৌযান লক্ষ্য ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার ওই হামলা চালানো হয়েছে।হেগসেথ বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সোমবার পূর্ব প্রশান্ত মহাসাগরে এসব হামলা চালানো হয়। মাদক চোরাচালানকারীদের লক্ষ্য করে পরিচালিত অভিযানের অংশ হিসেবে হামলা বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।প্রশান্ত মহাসাগরে মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কলম্বিয়া ও ভেনেজুয়েলার সরকারের সম্পর্কে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
হেগসেথ বলেছেন, সোমবার যে চারটি নৌযানে হামলা চালানো হয়েছে, সেগুলো আমাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী পরিচিত মাদকপাচার রুট ধরে চলছিল এবং মাদক বহন করছিল। তিনি বলেন, প্রথম হামলায় আটজন মাদক সন্ত্রাসী নিহত হয়েছেন। পরবর্তীতে আরও দুটি হামলায় যথাক্রমে চার ও তিনজন করে মারা গেছেন। তবে উদ্ধারকৃত ব্যক্তির শারীরিক অবস্থা কিংবা তিনি বর্তমানে কোথায় আছেন, সে সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য জানা যায়নি। হেগসেথ বলেন, মার্কিন প্রতিরক্ষা বিভাগ গত দুই দশক ধরে অন্য দেশের নিরাপত্তা রক্ষায় কাজ করেছে। এখন আমরা আমাদের নিজের মাতৃভূমি রক্ষা করছি।











