মিয়ানমারের চীন সীমান্তে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি শহরের নিয়ন্ত্রণ ছেড়ে দেয়ায় এক ব্রিগেডিয়ার জেনারেলের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির জান্তা সরকারের আদালত।
খবরে প্রকাশ, শান রাজ্যের লোক্কাই শহরের নিয়ন্ত্রণ ছেড়ে দেয়ায় এ রায় দেয়া হয়। একই অপরাধে আরও তিন সেনা কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় মিয়ানমারের আদালত।
বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়ে বলছে, কবে, কখন কিংবা কোন আদালতে এই মৃত্যুদণ্ড দেয়া হয়েছে তা তারাও জানতে পারেনি।
জানুয়ারিতে তথাকথিত থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের হামলার মুখে উত্তরাঞ্চলীয় শান রাজ্যে কয়েক শ’ সেনা বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করে। গত কয়েক দশকের মধ্যে দেশটির সেনাবাহিনীর অন্যতম বড় পরাজয়। এই ঘটনায় দেশটিতে সমালোচনার মুখে পড়ে জান্তা। ২০২১ সালে অভ্যুত্থানে ক্ষমতা দখলের পর থেকে গণতন্ত্রপন্থি ও সশস্ত্র বিদ্রোহীদের মোকাবিলায় হিমশিম খাচ্ছে সেনাবাহিনী।
আত্মসমর্পণের পর সেনা কর্মকর্তা ও সেনা সদস্যদের ওই অঞ্চল থেকে চলে যাওয়ার সুযোগ দিয়েছিল বিদ্রোহীরা।
তবে কবে এই রায় দেওয়া হয়েছে তা সম্পর্কে বিস্তারিত এএফপিকে জানায়নি মিয়ানমারের ওই দুটি সামরিক সূত্র।
এর আগে গত মাসে দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র নিশ্চিত করেছিলেন যে, তিন ব্রিগেডিয়ার জেনারেল সামরিক কাস্টডিতে রয়েছেন।
মিয়ানমারের সামরিক আইন অনুসারে, অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করার শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।
এই বিষয়ে মন্তব্যের জন্য জান্তা মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করতে পারেনি এএফপি।


 
	









