আগামী ২৯ মার্চ ফিফা প্রীতি ম্যাচ খেলার জন্য মঙ্গোলিয়া দল এখন ঢাকায়। শনিবার (২৬ মার্চ) রাতে দলটি ঢাকায় এসে পৌঁছেছে। রবিবার সকালে সিলেট যাবে। সেখানে সন্ধ্যা ৬টায় সিলেট জেলা স্টেডিয়ামে মঙ্গোলিয়া দল প্রথম অনুশীলনে নামবে।
মঙ্গোলিয়ার আগে অবশ্য বাংলাদেশ দল সিলেটে গেছে। সেখানে গিয়ে বিকেএসপিতে অনুশীলনও করেছে।
অনুশীলনের এক ফাঁকে জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুন সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘সবাইকে বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমরা এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি…এ মুহূর্তে আমরা পরবর্তী ম্যাচ লক্ষ্য করে এগিয়ে যাচ্ছি। ফিফা উইন্ডোতে মঙ্গোলিয়ার বিপক্ষে আমাদের পরের ম্যাচ। আমরা চাইবো প্রথম ম্যাচে যে ভুলগুলো ছিল, সেগুলো শুধরে ঘরের মাঠে মঙ্গোলিয়ার বিপক্ষে জিততে। ইনশাল্লাহ, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, কোচও সেভাবে পরিকল্পনা সাজিয়েছেন।’
মালদ্বীপের বিপক্ষে ২-০ গোলে হারের পর দ্বিতীয় প্রীতি ম্যাচে এখন জেতার পন জামাল ভূঁইয়াদের।












