রাজধানীর মিরপুরে বিবাহ বাড়ি নামে একটি কমিউনিটি সেন্টারের ভবনের ৬ তলায় আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৯টা ১৫ মিনিটে মিরপুর ১১ নম্বর কালশী রোডের বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টারের ৬ তলা ভবনের ৬ তলায় আগুন লাগে।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ১২টা ৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম।
জানা গেছে, ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলায় মিউনিটি সেন্টার এবং ছয়তলায় পোশাক কারখানা ছিল। আগুন লেগেছিল পোশাক কারখানাটিতে। তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’












