আগামী তিন অক্টোবর থেকে মিসিসাগা শহরের সেলিব্রেশন স্কোয়ারে হতে যাচ্ছে তিন দিনব্যাপী কানাডা সাহিত্য উৎসব। এই আয়োজনে বাঙালি কমিউনিটি থেকে মোট ১৬ জন লেখকের সমন্বিত উদ্যোগে মহা এ  উৎসব চলবে পাঁচ অক্টোবর পর্যন্ত।

উৎসবের তিন দিনের আয়োজনের ২য় দিন অর্থাৎ ৪ ঠা অক্টোবর থাকছে বাঙালি কবি ও লেখকদের মৌলিক রচনা পাঠ ও কবিতা আবৃত্তি। বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে সেমিনার। কানাডিয়ান সাহিত্যের মূল্যায়ন, বাঙালি সাহিত্যিকরা কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হন তার আলোচনা।

বাঙালি লেখক সাহিত্যিকদের অংশগ্রহণ শুধু বাংলা ভাষার স্বাতন্ত্র্যকেই তুলে ধরবে না, বরং মাল্টিকালচারাল কানাডার পরিসরে বাংলা সাহিত্যকে আরও সমৃদ্ধ করবে। কানাডিয়ান সাহিত্য উৎসব প্রমাণ করে বাংলা সাহিত্য আজ কেবল বাংলা ভাষাভাষীদের গণ্ডিতেই সীমাবদ্ধ নয়, বরং বিশ্বসাহিত্যের অংশ হয়ে উঠছে।

কানাডা সাহিত্য উৎসবে বাঙালি লেখক ও শিল্পী যাঁরা অংশ নিচ্ছেন- তাঁদের মধ্যে লেখক সৈয়দ ইকবাল, আকবর হোসেন, সামিনা চৌধুরী, রুমানা চৌধুরী, শেখর গোমেজ, রোকসানা পারভিন, চয়ন দাস, সুজিত কুসুম পাল, শ্রেয়সী বোস দত্ত, মম কাজী, তাসমিনা খান, সুধীর সাহা, নিরঞ্জন রায়, জান্নাতুল নাঈম, বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীতশিল্পী, সুব্রত কুমার দাস, ডঃ মমতাজ মমতা-সহ সবার প্রতি অভিনন্দন, শুভেচ্ছা ও সার্বিক শুভকামনা।

সকাল থেকে সারাদিনব্যাপী এই সাহিত্য উৎসবে সকল সাহিত্যপ্রেমী বন্ধুদের আমন্ত্রণ জানানো হচ্ছে। বিশেষ করে ৪ অক্টোবর দুপুর ১২টা থেকে ২:৩০ পর্যন্ত বাংলাভাষীদের অংশগ্রহণের পর্বগুলোতে আপনাদের উপস্থিতি নিঃসন্দেহে সবাইকে অনুপ্রাণিত করবে।

এই আয়োজনের প্রচার কার্যক্রমে সহযোগিতার জন্য সাংবাদিক, রিয়েলটর এবং রিয়েল এস্টেট কনসালট্যান্ট মাহবুব ওসমানী’র প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হচ্ছে।