যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তের কাছে সেন্ট লরেন্স নদীতে দুই শিশুসহ ৮ জনের মরদেহ পাওয়া গেছে। এর মধ্যে ছয়জন প্রাপ্তবয়স্ক এবং দুইজন শিশু। শিশু দু’টি কানাডার নাগরিক। তাদের মধ্যে একটি শিশুর বয়স তিন বছরেরও কম। তবে তাদের পরিচয় এখনও প্রকাশ করেনি কানাডার পুলিশ।
গতকাল (শুক্রবার) এক সংবাদ সম্মেলনে এতথ্য জানায় স্থানীয় পুলিশ প্রধান। আজ (শনিবার) এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
পুলিশ আরও জানায়, খুঁজে পাওয়া প্রথম মৃতদেহটি মার্কিন-কানাডা সীমান্তের ঠিক মধ্যবর্তী মোহাক অঞ্চল আকওয়াসানে সি স্নাইনের একটি জলাভূমিতে পাওয়া যায়। এর আশেপাশেই বাকি মরদেহগুলো ছিলো। শুক্রবার একটি হেলিকপ্টার নিয়ে সেন্ট লরেন্স নদীর ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় আরও দু’টি মৃতদেহ দেখতে পায় পুলিশ।
ওই এলাকায় ক্যাসি ওকস নামে (৩০) বছর বয়সী নিখোঁজ এক নৌকার মাঝিকে খুঁজতে গিয়ে এই লাশগুলোর সন্ধান পাওয়া যায় বলে জানিয়েছে তারা। তবে এখনও নিখোঁজ রয়েছেন কেসি ওকস নামের ওই ব্যক্তি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কানাডা থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে পাড়ি দিতে গিয়ে তাদের মৃত্যু হয়েছে। এছাড়া, বুধবার রাতে ওই এলাকায় আবহাওয়াও বেশ খারাপ ছিলো। একে একটি হৃদয়বিদারক ঘটনা বলে শোক প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করার নির্দেশ দেন তিনি।












