আফগানিস্তানের বিপক্ষে ২য় টি–টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ২ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শুক্রবার (৩ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আফগানিস্তানকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক জাকের আলী। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে রশিদ-নবিদের ইনিংস থামে ১৪৭ রানে। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

আফগানিস্তানের দেয়া ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বরাবরের মতোই ওপেনিং ব্যর্থতায় পড়ে বাংলাদেশ। দলীয় মাত্র ৩ রানে তানজিদ হাসান তামিম আউট হন। দলীয় ১৬ রানে পারভেজ হোসেন ইমন একই পথ ধরেন। তারা দুজনই ব্যক্তিগত ২ রানে আউট হন।

দলের অন্যতম ভরসা সাইফ হাসানও বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয় ২৪ রানে (ব্যক্তিগত ১৮) তিনি সাজঘরে ফেরেন। অধিনায়ক জাকের আলী অনিক আগের ম্যাচে ব্যর্থ হলেও এই ম্যাচে তার ব্যাট থেকে আসে ২৫ বলে ৩২ রান। তাকে ফেরান রশিদ খান।

শামীম হোসেন প্রথম ম্যাচে ব্যর্থ হলেও এই ম্যাচে তার ব্যাট থেকে আসে ২২ বলে ৩২ রানের ঝলমলে ইনিংস। তবে দলীয় ১০২ রানে তার বিদায়ের পরই বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস নামে। নাসুম আহমেদ (১০), সাইফুদ্দিন (৪), রিশাদ হোসেন (২) আউট হন দ্রুত।

তবে প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও দলকে আগলে রাখেন নুরুল হাসান সোহান। তার দুর্দান্ত ঝোড়ো ইনিংসে বাংলাদেশ জয়ের বন্দর খুঁজে পায়। তিনি ২১ বলে ৩১ রান করেন।

আফগান বোলারদের মধ্যে সফল ছিলেন আজমতুল্লাহ ওমরজাই। তিনি ৪ উইকেট তুলে নেন। এছাড়া রশিদ খান পান ২ উইকেট।

এর আগে টস হেরে আগে ব্যাট করতে নামা আফগানদের শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে রাখেন শরিফুল-নাসুমরা। শেষ পর্যন্ত রশিদ খানের দল ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে। তাদের পক্ষে ইব্রাহিম জাদরান সর্বোচ্চ ৩৮ এবং রহমানউল্লাহ গুরবাজ ৩০ রান করেন। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট শিকার করেন নাসুম ও রিশাদ।