সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ১৫২ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা দাপুটে ব্যাটিংয়ে করেছিল তারা। শেষ পর্যন্ত সহজ ম্যাচটা জিতেছে কঠিন করে। আফগানদের ৪ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে ১-০ ব্যবধানে।
এর আগে, টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে আফগানিস্তান। পাওয়ারপ্লেতেই আফগানরা হারায় তিন উইকেট, দলীয় ৪০ রানেই প্যাভিলিয়নে ৪ ব্যাটার। সেখান থেকে আজমতউল্লাহ ওমরজাইকে নিয়ে ৩৩, মোহাম্মদ নাবীকে নিয়ে ২২ রানের জুটি গড়েন রহমানউল্লাহ গুরবাজ। গুরবাজ ৩১ বলে ৪০ করে আউট হলে ঝড় তোলেন নাবী।
২৫ বলে ৩৮ করে তাসকিনের বলে আউট হওয়ার আগে তাসকিনকেই ৪ বলে মারেন ৩ ছক্কা। শেষমেশ আফগানদের ইনিংস থামে ৯ উইকেটে ১৫১ রানে, শরাফুদ্দিন আশরাফ ১২ বলে করেন ১৭ রান। ৪ ওভারে ৩৩ রানে ২ উইকেট নেন রিশাদ হোসেন, ৩৪ রান খরচে ২ উইকেট তানজিম হাসান সাকিবের।
জবাবে প্রথম ১১ ওভারে বিনা উইকেটে আসে ১০৯ রান। মনে হচ্ছিল, ১৫২ রানের লক্ষ্য ছুঁতে খুব একটা কষ্ট হবে না বাংলাদেশ দলের। কিন্তু ওপেনারদের বিদায়ের পর যেন ভেঙে পড়ে গোটা ইনিংস। তবে মাত্র ৯ রানের ব্যবধানে সাজঘরে ফেরেন টপ অর্ডারের ছয় ব্যাটার, শেষ পর্যন্ত মনে হচ্ছিল ম্যাচটি বাংলাদেশ হেরেই যাবে। তবে শেষ পর্যন্ত রিশাদ আর নুুরুলের ব্যাটে চড়ে ম্যাচটি জিতে নেয় বাংলাদেশ। তারা দুজন অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটি ১৮ বলে ৩৫ রান তুলে নেন। এতে বাংলাদেশের জন্য তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের শুরুটা হলো জয় দিয়ে। সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টি শুক্রবার।