অস্ট্রেলিয়ার চেনেস সমুদ্র সৈকতে আটকে পড়েছে শতাধিক তিমি। আটকে পড়ার কয়েক ঘণ্টার মাথায় অন্তত ৫০টি তিমি মারা গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বাকিদের উদ্ধার করে সমুদ্রে পাঠানোর চেষ্টা চলছে। বিশেষ কোনো কারণ ছাড়া তিমি কখনো তীরে আসে না।
গত মঙ্গলবার পশ্চিম অস্ট্রেলিয়ায় ১০০টির মতো তিমি গভীর সাগর থেকে তীরের একেবারে কাছে চলে আসে। অ্যালবানির পূর্বের চেনেস সমুদ্র সৈকতের দীর্ঘ এলাকা জুড়ে এক সারিতে অবস্থান নেয় তিমিগুলো। সাগরের জলরাশি ছেড়ে তিমির তীরে এসে দীর্ঘক্ষণ আটকে থাকা মানে অবধারিত মৃত্যু। তাই বাকি অর্ধশতাধিক তিমিকে সমুদ্রে পাঠানোর কার্যক্রমে উদ্ধারকর্মীদের সাথে যোগ দেয়েছে স্থানীয়রাও।
উদ্ধারকারী দলে দেশটির পার্থ চিড়িয়াখানার পশুচিকিৎসক এবং সামুদ্রিক প্রাণীজগতের বিশেষজ্ঞরা রয়েছেন। পাশাপাশি রয়েছে স্বেচ্ছাসেবকদের একটি দল। আরও ৪৬টি তিমিকে বুধবার সমুদ্রে ফেরানোর চেষ্টা চলছে।


 
	









