অবশেষে গুঞ্জনই সত্যি হলো। জেএন-জি আন্দোলনের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার দুপুরে তিনি পদত্যাগ করেন। নেপালে তরুণদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় দু’দিনেই বহু হতাহতের ঘটনা ঘটে। এরমধ্য নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগের গুঞ্জন ওঠে। অবশেষে তিনি পদত্যাগ করলেন।
এর আগে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগের দাবিতে মঙ্গলবার নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মন্ত্রী ও রাজনৈতিক নেতাদের বাড়িঘরে হামলা চালান বিক্ষোভকারীরা। অগ্নি সংযোগের ঘটনাও ঘটে। বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে কারফিউ উপেক্ষা করে নেপালে বিক্ষোভ অব্যাহত থাকে।
সামাজিকমাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরেও বিক্ষোভ থামেনি বরং এর তীব্রতা বাড়ে যায়। এই পরিস্থিতিতে বড় বিপদ এড়াতে দেশ ছাড়ার পরিকল্পনা করছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি।
নেপালের প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্র জানায়, চিকিৎসার কথা বলে তিনি দুবাই যাওয়ার পরিকল্পনা করছেন। বেসরকারি বিমান সংস্থা, হিমালয় এয়ারলাইন্সকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী অলি তার উপ-প্রধানমন্ত্রীকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব অর্পণ করেছেন।