গোপালগঞ্জে বাস ও ইজিবাইকের সংঘর্ষে ২ নারীসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ তিনজন আহত হন। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট রাসেল মিয়া ও কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইকবাল খান এবং গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আফতাব জিলানী এ বিষয়ে নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় নিহত হলেন মাদারীপুরের কালকিনী উপজেলার উত্তর রঞ্জনপুর গ্রামের মোতালেব পাইক (৭৫) ও তার স্ত্রী দেলোয়ারা (৬৫), অজ্ঞাত (৩৫), ফরিদপুরের আলফাডাঙ্গার হেলেঞ্চা গ্রামের আব্দুর রাজ্জাক শেখের ছেলে ওবায়দুর শেখ (৫০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাস স্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজি বাইকে থাকা পাঁচ যাত্রী গুরুতর আহত হয়।
স্থানীয়রা আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোতালেব পাইক (৭৫), তার স্ত্রী দেলোয়ারাকে (৬৫) মৃত ঘোষণা করেন।
বাকি আহতদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক আফতাব জিলানী ওবায়দুর শেখ (৫০) ও অজ্ঞাত (৩৫) এক ব্যক্তিকে মৃত ঘোষণা করে।