আগামী সংসদ নির্বাচনে ‘সব দল’ অংশগ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। সেই সাথে নির্বাচন কমিশনকে (ইসি) সহায়তা করবে বলে জানিয়েছেন তিনি। রোববার (৫ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে বিএনপির নেতাদের সঙ্গে তিনি নির্বাচন, গণতন্ত্র ও দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, আগামী নির্বাচন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে নির্বাচন কমিশনকে সাপোর্ট দেওয়া হচ্ছে এবং জাতিসংঘের পক্ষ থেকে কারিগরি সহায়তা দেওয়া হবে। আশা করি, সব দল এই নির্বাচনে যুক্ত হবে। আগামী মাসগুলোতে নির্বাচনের প্রক্রিয়া সামনের দিকে যাবে।

নির্বাচনে সব দল অংশ নেবে, আশা জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর

বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ফেব্রুয়ারির সংসদ নির্বাচন, রোহিঙ্গা সমস্যা ও তাদের প্রত্যাবর্তন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন গোয়েন লুইস।

রোববার সকাল ১১টায় গুলশানে বিএনপি’র চেয়ারপারসনের কার্যালয়ে রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী আলোচনা হয় গোয়েন লুইসের। এ সময় কার্যালয়ে আবাসিক সিনিয়র হিউম্যানরাইটস অ্যাডভাইজার হুমা খান ছিলেন। এ ছাড়া বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন বৈঠকে।