শনিবার রাতের সংঘাতে পাকিস্তানের সেনাবাহিনীর ২৫টি সীমান্তচৌকি দখল এবং ৫৮ জন সেনাকে হত্যার দাবি করেছে আফগানিস্তান। কাবুলে ক্ষমতাসীন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ তথ্য জানিয়েছেন। খবর এএফপির।

এক লিখিত বিবৃতিতে তিনি বলেছেন, শনিবার রাতের সংঘাতে আফগানিস্তানের সীমান্তবর্তী ২৫টি সীমান্তপোস্ট থেকে পাক সেনাদের হটিয়ে দিয়েছে আফগান সেনাবাহিনী।

সংঘাতের সময় আফগান সেনাদের বন্দুক ও গোলা হামলায় এসব সীমান্ত পোস্টের কমপক্ষে ৫৮ জন সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩০ জন।

পাকিস্তান যদি ফের আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে, তাহলে আরও কঠোর প্রতিক্রিয়া জানানো হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, এই সংঘাতের পেছনে প্রথম হামলা চালিয়েছে পাকিস্তানই। তারা জানায়, কাবুল এবং পাকতিকা প্রদেশে পাকিস্তানি বিমান হামলার পর তালেবান বাহিনী পাল্টা প্রতিক্রিয়া দেখায়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারাজমি বলেন, এটি ছিল পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের জবাব।

তিনি আরও বলেন, ভবিষ্যতে যদি পাকিস্তান আবার আফগানিস্তানের আকাশসীমায় অনধিকার প্রবেশ করে, তাহলে তালেবান বাহিনী আরও কঠিন জবাব দিতে প্রস্তুত।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে পাকিস্তানের বিমান হামলার জেরে সীমান্তজুড়ে সংঘর্ষ শুরু হয়। পাকিস্তানি কর্মকর্তারা জানান, ছয়টিরও বেশি স্থানে গোলাগুলির ঘটনা ঘটে এবং আফগানিস্তান থেকে কোনো রকম উসকানি ছাড়াই গুলিবর্ষণ শুরু হয়েছিল। এর জবাবে তারা ‘পূর্ণ শক্তি’ দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।