নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গেলে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
এর আগে বুধবার (১৫ অক্টোবর) রাত ১১টা ৪০ মিনিটে গুলশানের ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হোন তিনি। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে কিছু পরীক্ষা করতে ম্যাডাম রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। পরীক্ষার রিপোর্টগুলো কালকে মেডিকেল বোর্ড বসে পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।’
সবশেষ ২৮ আগষ্ট স্বাস্থ্য পরিক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে গিয়েছিলেন খালেদা জিয়া। দীর্ঘদিন ধরেই নানা জটিল রোগে ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী। এর আগেও বিভিন্ন সময়ে তাকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরেই লন্ডন থেকেও চিকিৎসা নিয়ে দেশে ফিরছেন খালেদা জিয়া। চিকিৎসকদের পরামর্শে বর্তমানে গুলশানের বাসভবন ফিরোজায় বিশ্রামে রয়েছেন তিনি।