জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে শুভ সূচনা করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় আফগানিস্তানকে ৪৫ রানে হারিয়েছে বাংলার যুবারা।

শিরোপা ধরে রাখার মিশনে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শূন্য রানে জাওয়াদ আবরার আউট হন। তবে দুই ব্যাটসম্যান কালাম সিদ্দিকি ও অধিনায়ক আজিজুল তামিম ১৪২ রানের জুটি গড়েন।

কালাম সিদ্দিকি ৬৬ রানে আউট হলেও অধিনায়ক আজিজুল তামিমের সেঞ্চুরিতে ২২৮ রানের পুঁজি পায় বাংলাদেশ।

লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের বোলাদের দাপটে ১৮৩ রানে থামে আফগানিস্তান। দলের পক্ষে ফয়সাল করেন সর্বোচ্চ ৫৮ রান। বাংলাদেশের ইকবাল ও রাফি তিনটি করে উইকেট নেন।

আগামী রোববার দ্বিতীয় খেলায় নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।