বিপিএলে আলো ছড়িয়ে পেয়েছিলেন জাতীয় দলে ডাক। স্বপ্নের পথচলায় বাংলাদেশের জার্সি গায়ে অভিষেক হতেও সময় লাগেনি মুনিম শাহরিয়ারের। আন্তর্জাতিক ক্রিকেটের শুরুটা মন্দ ছিল না তার। যদিও ইনিংস বড় করতে পারেননি এই ওপেনার।
আজ (বৃহস্পতিবার) আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের সংগ্রহ ৭ ওভারে ২ উইকেটে ৪৫ রান।
তার অভিষেক একরকম নিশ্চিতই ছিল। যদিও মাহমুদউল্লাহ কিছুটা সাসপেন্স রেখে দিয়েছিলেন। শেষমেশ ওপেনার হিসেবেই অভিষেক হয়েছে এই ব্যাটারের। আফগানিস্তানের বিপক্ষে তার শুরুটাও ছিল দারুণ। বাউন্ডারির পর বাউন্ডারি হাঁকিয়ে বড় ইনিংসের ইঙ্গিত দিচ্ছিলেন। যদিও বেশিদূর যেতে পারেননি। রশিদ খানের ঘূর্ণিতে ১৮ বলে ৩ বাউন্ডারিতে ১৭ রান করে সাজঘরে ফেরেন মুনিম।
হাসলো না নাঈমের ব্যাট
স্কোয়াডে থাকলেও আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির একাদশে সুযোগ পাবেন না বলেই গুঞ্জন ছিল। তবে নাঈম শেখের ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। যদিও সেই আস্থার প্রতিদান একেবারেই দিতে পারলেন না এই ওপেনার। শুরুতেই আউট হয়ে দলের চাপ বাড়িয়ে গেছেন তিনি।
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি মিশনে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। এই ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে মুনিম শাহরিয়ারের।
আজ (বৃহস্পতিবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান। টানা ৮ টি-টোয়েন্টি হারের পর জয়ের খোঁজে নেমেছে লাল-সবুজ জার্সিধারীরা।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (উইকেটকিপার), নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), ইয়াসির আলী, আফিফ হোসেন, মুনিম শাহরিয়ার, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), হযরতউল্লাহ জাজাই, নাজিবউল্লাহ জারদান, মোহাম্মদ নবি (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, করিম জানাত, ফজলহক ফারুকী, কাইস আহমেদ, দারউইশ রসূলি।