সাপ্লাইতে পানি না থাকা নিয়ে অভিযোগ করার আগে এবার ভালো করে চিন্তা করে নিতে হবে ভারতবাসীকে। কারণ খোদ অমিতাভ বচ্চনের বাসাতেই আছে পানির সমস্যা!
এ তথ্য অমিতাভ নিজেই ঘটা করে বলে দিয়েছেন ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৩তম আসরে।
অবশ্য এমনটা বলেই আবার জিভ কাটলেন অমিতাভ। বললেন, ‘ঘরের কথা এভাবে সবার সামনে বলাটা বোধহয় ঠিক হলো না, মাফ করবেন।’
মূলত, ক্রোড়পতি অনুষ্ঠানের শুটিংয়ে আসতে দেরি হয়ে যায় অমিতাভের। এ জন্য দুঃখপ্রকাশ করে বলেন, ‘আমার দেরি করার জন্য পরিশ্রান্ত শরীর দায়ী। কেবিসির শুটের জন্য জলদি জলদি করতে গিয়ে সেই ছয়টায় উঠলাম। তারপর দেখি লাইনে পানি নেই। ওহ ডিয়ার.. কী একটা যন্ত্রণা। দুঃখিত, ঘরোয়া এসব ঝুটঝামেলা আপনাদের কানে দেওয়ার জন্য।’
এরপর আবার ফাঁকে ফাঁকে নিজের সদ্য মুক্তি পাওয়া ‘চেহরে’র কথাও জানালেন। কয়েকটি রাজ্যে যে এখনও কোভিডের কারণে ছবিটি মুক্তি পাচ্ছে না, জানালেন সে কথাও।
এদিকে কোঁচড়ভর্তি সিনেমার কাজ নিয়ে আছেন বিগ-বি। সামনে একে একে মুক্তি পাবে ‘ঝান্ড’, ‘ব্রহ্মাস্ত্র’, ‘মে-ডে’, ‘গুডবাই’ ও ‘প্রজেক্ট-কে’।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া