‘দ্য পিয়ানো’র জন্য প্রায় তিন দশক আগে নারী হিসেবে প্রথমবার কান উৎসবে স্বর্ণপাম জিতে ইতিহাস গড়েছিলেন নিউজিল্যান্ডের পরিচালক জেন ক্যাম্পিয়ন। একই ছবির সুবাদে অস্কারেও সেরা পরিচালক বিভাগে মনোনীত প্রথম নারী নির্মাতা হয়ে রেকর্ড গড়েন তিনি। ২৮ বছর পর আবারও অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সেরা পরিচালক বিভাগে মনোনয়ন পেলেন এই কিউই।
৬৭ বছর বয়সী জেন ক্যাম্পিয়নের নামের পাশে নতুন রেকর্ড যোগ করেছে তার ওয়েস্টার্ন ঘরানার ছবি ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’। তিনিই একমাত্র নারী যিনি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সেরা পরিচালক বিভাগে দু’বার মনোনয়ন পেলেন। ৯৪তম অস্কারে সেরা চলচ্চিত্রসহ সর্বাধিক ১২টি শাখায় মনোনয়ন পেয়েছে ছবিটি। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস মনোনয়ন তালিকা ঘোষণা করেছে।
তবে অস্কারের ভোটাররা ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’কে প্রত্যাশার চেয়ে বেশি পছন্দ করেছে বলে মন্তব্য বোদ্ধাদের। ১৯২০ দশকের প্রেক্ষাপটে নির্মিত ধীরগতির সাসপেন্সে ভরপুর ছবিটি ১৯৬৭ সালে প্রকাশিত আমেরিকান সাহিত্যিক থমাস স্যাভেজের উপন্যাস অবলম্বনে সাজানো হয়েছে। এতে ভীতি ছড়ানো কাউবয়ের ভূমিকায় নৈপুণ্যের জন্য সেরা অভিনেতা শাখায় মনোনীত হয়েছেন ব্রিটিশ তারকা বেনেডিক্ট কাম্বারব্যাচ।
ছবিটির জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী শাখায় মনোনয়ন পেয়েছেন আমেরিকার কির্স্টেন ডান্সট। একই ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেতা শাখায় মনোনীত হয়েছেন অস্ট্রেলিয়ার কোডি স্মিট-ম্যাকফি ও যুক্তরাষ্ট্রের জেসি প্লেমন্স।
কির্স্টেন ডান্সট ও জেসি প্লেমন্স ব্যক্তিজীবনে বাগদান সেরেছেন। উভয়ের জন্য এটি প্রথম অস্কার মনোনয়ন। অভিনয়শিল্পী শাখাগুলোতে এক দম্পতিও আছে। একযুগের দাম্পত্য সঙ্গী স্প্যানিশ তারকা হাভিয়ার বারদেম ‘বিইং দ্য রিকার্ডোস’ ছবির জন্য সেরা অভিনেতা এবং পেনেলোপি ক্রুজ ‘প্যারালাল মাদারস’ ছবির সুবাদে সেরা অভিনেত্রী শাখায় মনোনয়ন পেয়েছেন। উভয়ে এর আগে অস্কার জিতেছেন। ‘বিইং দ্য রিকার্ডোস’ ছবির জন্য সেরা অভিনেত্রী শাখায় মনোনীত হয়েছেন অস্ট্রেলিয়ার নিকোল কিডম্যান। এটি তার পঞ্চম অস্কার মনোনয়ন।
এবারের অস্কারে সেরা চলচ্চিত্রসহ দ্বিতীয় সর্বোচ্চ ১০টি শাখায় মনোনীত হয়েছে কানাডার ডেনি ভিলন্যুভ পরিচালিত ‘ডুন’। ১৯৬৫ সালে প্রকাশিত আমেরিকান সাহিত্যিক ফ্রাঙ্ক হারবার্টের ‘ডুন’ উপন্যাস অবলম্বনে কল্পবিজ্ঞানধর্মী ছবিটির বিষয়বস্তু একটি মূল্যবান সম্পদ নিয়ন্ত্রণের জন্য আন্তঃছায়াপথে যুদ্ধকে কেন্দ্র করে। তবে সেরা পরিচালক শাখায় জায়গা পাননি ডেনি ভিলন্যুভ।
ব্রিটিশ অভিনেতা-নির্মাতা কেনেথ ব্রানার শৈশবের স্মৃতি অবলম্বনে সাদাকালো কমেডি ‘বেলফাস্ট’ সেরা চলচ্চিত্রসহ ৭টি শাখায় মনোনীত হয়েছে। উত্তর আয়ারল্যান্ডে জাতীয়তাবাদকে ঘিরে তিন দশকের সংঘাত শুরুর পটভূমিতে একটি পরিবারের গল্প রয়েছে এতে। ছবিটির জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী শাখায় জুডি ডেঞ্চ এবং সেরা পার্শ্ব অভিনেতা শাখায় মনোনয়ন পেয়েছেন কিয়ারান হাইন্ডস। এটি জুডি ডেঞ্চের অষ্টম অস্কার মনোনয়ন। যদিও তার মনোনীত হওয়াটা অনেকের কাছে চমক। ছবিতে জুডি ডেঞ্চের পুত্রবধূর ভূমিকায় অভিনয় করা কেটরিওনা ব্যালফ সেরা পার্শ্ব অভিনেত্রী শাখায় জায়গা পাবেন ভাবা হচ্ছিল।
সেরা পরিচালক এবং সেরা মৌলিক চিত্রনাট্য শাখায় মনোনয়ন পেয়েছেন কেনেথ ব্রানা। সেরা প্রযোজক শাখায়ও আছে তার নাম। অস্কারের ইতিহাসে সাতটি ভিন্ন শাখায় মনোনীত প্রথম ব্যক্তি হওয়ার গৌরব অর্জন করলেন তিনি। এর আগে বিভিন্ন সময়ে অভিনেতা, পার্শ্ব অভিনেতা, অ্যাডাপ্টেড চিত্রনাট্য এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় মনোনয়ন পান তিনি।
১৯৯৪ সালের অস্কারে সেরা পরিচালক বিভাগে মনোনয়ন পেলেও স্টিভেন স্পিলবার্গের (শিন্ডলার্স লিস্ট) কাছে হেরে যান জেন ক্যাম্পিয়ন। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ইতিহাসে নারীদের মধ্যে কেবল ক্যাথরিন বিগেলো (দ্য হার্ট লকার) ও ক্লোয়ি জাও (নোম্যাডল্যান্ড) এই শাখায় সেরা হয়েছেন।
এবারও জেন ক্যাম্পিয়নের অন্যতম প্রতিদ্বন্দ্বী অষ্টমবার সেরা পরিচালক শাখায় মনোনয়ন পাওয়া স্টিভেন স্পিলবার্গ। তার পরিচালিত ১৯৫৭ সালের সংগীতনির্ভর মঞ্চনাটকের রিমেক ‘ওয়েস্ট সাইড স্টোরি’ পেয়েছে সাতটি মনোনয়ন। এর বিষয়বস্তু একজোড়া তরুণ-তরুণীর প্রেম। তাদের গায়ের রঙ আলাদা এবং তারা বিপক্ষ দুটি পথ-নৃত্যদলের সদস্য।
কৃষ্ণাঙ্গদের আধিপত্য
এতে আনিতা চরিত্রের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী শাখায় মনোনীত হয়েছেন কৃষ্ণাঙ্গ তারকা আরিয়ানা ডিবোজ। কালো বর্ণের তারকাদের মধ্যে উইল স্মিথ ‘কিং রিচার্ড’ ছবিতে টেনিস তারকা ভেনাস ও সেরেনা উইলিয়ামসের বাবার ভূমিকায় নৈপুণ্যের জন্য সেরা অভিনেতা শাখায় মনোনীত হয়েছেন। ছবিটি সেরা চলচ্চিত্র শাখায় প্রযোজক হিসেবেও মনোনয়ন পেয়েছেন তিনি। ভেনেসা ও সেরেনার মায়ের চরিত্রের সুবাদে সেরা পার্শ্ব-অভিনেত্রী শাখায় মনোনয়ন পেয়েছেন আনজোনুই এলিস।
‘কিং রিচার্ড’ ছবির ‘বি অ্যালাইভ’ গানের সুবাদে সেরা মৌলিক গান শাখায় প্রথমবার অস্কার মনোনয়ন পেয়েছেন সবচেয়ে বেশিবার গ্র্যামি জয়ী বিয়ন্সে।
কৃষ্ণাঙ্গ অভিনেতা হিসেবে অস্কারের ইতিহাসে সবচেয়ে বেশিবার মনোনয়ন পাওয়ার রেকর্ড আরেকটু বড় হলো ডেনজেল ওয়াশিংটনের। জোয়েল কোয়েনের ‘দ্য ট্র্যাজেডি অব ম্যাকবেথ’ ছবির জন্য সেরা অভিনেতা শাখায় আছে তার নাম। এটি অস্কারে আমেরিকান এই তারকার দশম মনোনয়ন।
বধির অভিনেতার মনোনয়ন
সেরা অভিনেতা শাখায় আরও আছেন ‘টিক, টিক…বুম!’ তারকা অ্যান্ড্রু গারফিল্ড। ছবিটির পরিচালক লিন-ম্যানুয়েল মিরান্ডা অ্যানিমেটেড চলচ্চিত্র ‘এনকান্টো’র গানের জন্য সেরা মৌলিক গান শাখায় মনোনয়ন পেয়েছেন।
একটি বধির পরিবারে কেবল একজন নারীর শ্রবণশক্তি আছে এমন গল্প নিয়ে নির্মিত ‘কোডা’ ছবির জন্য সেরা পার্শ্ব-অভিনেতা শাখায় মনোনীত হয়েছেন ট্রয় কাটসার। অস্কারের ইতিহাসে এর আগে কেবল একজন বধির অভিনেতা মনোনয়ন পেয়েছেন। অ্যাপল টিভি প্লাসের ছবিটি সেরা চলচ্চিত্র শাখায়ও আছে। একই শাখায় আরও স্থান পেয়েছে অ্যামাজন প্রাইম ভিডিওর ‘বিইং দ্য রিকার্ডোস’। সর্বাধিক ২৭টি মনোনয়ন জড়ো করেছে নেটফ্লিক্স। সেরা চলচ্চিত্র শাখায় আরও মনোনীত হয়েছে লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত জলবায়ু সংকট নিয়ে নির্মিত ‘ডোন্ট লুক আপ’, পল থমাস অ্যান্ডারসনের ‘লিকোরিস পিৎজা’, গুইয়ের্মো দেল তোরোর ‘নাইটমেয়ার অ্যালি’।
চমক ও হতাশা
অস্কারের সেরা অভিনেত্রী শাখায় ক্রিস্টেন স্টুয়ার্ট প্রথমবার মনোনয়ন পেলেন। ‘স্পেনসার’ ছবিতে প্রিন্সেস ডায়ানার ভূমিকায় কাজের জন্য এই অর্জন তার। তবে ছবিটি প্রত্যাশিত সাড়া জাগাতে না পারায় তিনি মনোনয়ন পাবেন না বলে ধরে নেওয়া হয়েছিল।
সেরা অভিনেত্রী শাখায় ‘দ্য লস্ট ডটার’ ছবির জন্য মনোনীত হয়েছেন অস্কারজয়ী অলিভিয়া কোলম্যান। যদিও এবারের বাফটায় তিনি মনোনয়ন পাননি। ‘দ্য লস্ট ডটার’ ছবিতে অলিভিয়া কোলম্যানের চরিত্রের তরুণ বয়স পর্দায় ফুটিয়ে তুলে সেরা পার্শ্ব অভিনেত্রী শাখায় মনোনয়ন পেয়েছেন আয়ারল্যান্ডের জেসি বাকলি। ছবিটির জন্য সেরা মৌলিক চিত্রনাট্য শাখায় মনোনীত হয়েছে অভিনেত্রী-পরিচালক ম্যাগি জিলেনহাল।
অস্কারের লালগালিচায় লেডি গাগার পা পড়ার সম্ভাবনা ছিল। কিন্তু ‘হাউস অব গুচ্চি’র জন্য মনোনয়ন জোটেনি তার কপালে। গাগার সহশিল্পী থার্টি সেকেন্ডস টু মার্স ব্যান্ডের গায়ক জারেড লেটোও মনোনীত হননি। ‘লিকোরিস পিৎজা’র জন্য হাইম ব্যান্ডের গায়িকা আলানা হাইমের সম্ভাবনা থাকলেও অস্কারে তিনি উপেক্ষিত।
কান উৎসবের ছবির দৌড়
৭৪তম কান উৎসবের অফিসিয়াল সিলেকশনে থাকা বিভিন্ন ছবি রয়েছে সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য, সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র, সেরা প্রামাণ্যচিত্র, সেরা অ্যানিমেটেড ছবি, সেরা পরিচালনা ও সেরা চলচ্চিত্র শাখায়। এর মধ্যে চমক দেখিয়েছে জাপানের ‘ড্রাইভ মাই কার’। এটি আছে সেরা চলচ্চিত্র এবং সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র শাখায়। ছবিটির জন্য সেরা পরিচালক ও অ্যাডাপ্টেড চিত্রনাট্য শাখায় মনোনয়ন পেয়েছেন রিয়ুসুকে হামাগুচি। কানে সেরা চিত্রনাট্যকারের পুরস্কার জেতেন তিনি। এক বিধবা নাট্যশিল্পীকে কেন্দ্র করে তার ছবির গল্প।
সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র শাখায় মনোনীত কান উৎসবের অন্য দুটি ছবি হলো নরওয়ের ‘দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড’ এবং ডেনমার্কের ‘ফ্লি’। সানড্যান্সের ওয়ার্ল্ড সিনেমা ডকুমেন্টারি কম্পিটিশন বিভাগে গ্র্যান্ড জুরি প্রাইজ জয়ী ইওনাস পোহার হাসমুসেনের অ্যানিমেটেড প্রামাণ্যচিত্র ‘ফ্লি’ সেরা অ্যানিমেটেড ছবি এবং সেরা প্রামাণ্যচিত্র শাখায়ও মনোনয়ন পেয়েছে। ‘দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড’ সেরা মৌলিক চিত্রনাট্য শাখায়ও মনোনীত হয়েছে।
ভুটানের ইতিহাস
বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হওয়া ভুটানের পাও চয়নিং দর্জি পরিচালিত ‘লুনানা: অ্যা ইয়াক ইন দ্য ক্লাসরুম’ সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র শাখায় মনোনীত হয়েছে। অস্কারের ইতিহাসে এটাই ভুটানের প্রথম মনোনয়ন। একই শাখায় আরও আছে ৭৮তম ভেনিস চলচ্চিত্র উৎসবে গ্র্যান্ড জুরি প্রাইজ জয়ী ইতালির পাওলো সরেন্তিনোর ‘দ্য হ্যান্ড অব গড’।
মনোনয়নে এগিয়ে যেসব ছবি
দ্য পাওয়ার অব দ্য ডগ (১২)
ডুন (১০)
বেলফাস্ট (৭)
ওয়েস্ট সাইড স্টোরি (৭)
কিং রিচার্ড (৬)
ডোন্ট লুক আপ (৪)
নাইটমেয়ার অ্যালি (৪)
ড্রাইভ মাই কার (৪)
অস্কার অনুষ্ঠানে সঞ্চালক
অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃপক্ষ ইতোমধ্যে জানিয়ে রেখেছে, এবারের অস্কার অনুষ্ঠানে সঞ্চালক থাকবে। তবে এখনও তার নাম ঘোষণা করা হয়নি। সবশেষ ২০১৮ সালে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস সঞ্চালনা করেন জিমি কিমেল। এবারে পুরস্কার বিতরণের মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে আগামী ২৭ মার্চ। এবিসি টেলিভিশন বাংলাদেশসহ ২০০টিরও বেশি দেশে সরাসরি দেখাবে এই আয়োজন।