অনেক জল্পনার অবসান ঘটিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে টিম অস্ট্রেলিয়া।

এ মুহূর্তে হোটেল কন্টিনেন্টালে জৈব সুরক্ষায় তিন দিনের কোয়ারেন্টিন পালন করছেন অসিরা। একই হোটেলে উঠেছেন মাহমুদউল্লাহ বাহিনীও।

সব কিছু ঠিক থাকলে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৩ আগস্ট থেকে শুরু হচ্ছে সিরিজটি। অস্ট্রেলিয়ার চাহিদা অনুযায়ী সিরিজের প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে ‘হোম অব ক্রিকেট’খ্যাত শেরেবাংলায়।

আর সেই স্টেডিয়ামেই প্রবেশ নিষেধ ভেন্যুর প্রধান কিউরেটর গামিনি ডি সিলভার। সিরিজ চলাকালীন সশরীরে কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না তিনি।

শ্রীলংকান এই কিউরেটর দীর্ঘদিন ধরে মিরপুর স্টেডিয়ামের প্রধান কিউরেটরের দায়িত্ব পালন করছেন। আর তিনিই মাঠে প্রবেশ করতে পারবেন না?

এ বিষয়ে বিসিবির প্রধান চিকিৎসক ও অস্ট্রেলিয়া সিরিজের জৈব সুরক্ষা বলয়ের প্রধান সমন্বয়ক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে জৈব সুরক্ষা বলয়ে যোগ না দেওয়ায় এমন বিধিনিষেধ থাকছে গামিনির জন্য। যথাসময়ে বায়ো বাবলে প্রবেশ না করার কারণেই এই বিধিনিষেধে পড়তে হয়েছে গামিনিকে।

তবে সিরিজে উইকেট-পিচ নিয়ে কীভাবে কাজ করবেন গামিনি?

জবাবে দেবাশীষ বলেন, ‘গামিনি মিরপুরেই অবস্থান করবে, কিন্তু মাঠে প্রবেশে বিধিনিষেধ থাকবে তার। নিজের কক্ষ থেকে ভিডিওকলের মাধ্যমেই পিচবিষয়ক নির্দেশনা দিতে হবে গামিনিকে। গ্রাউন্ডসম্যানদের কাছাকাছি আসতে পারবেন না তিনি। যদি বিশেষ কারণে সেটি করতে হয়, তবে ৫ মিটার দূরে থেকে নির্দেশনা দিতে হবে তাকে। খেলোয়াড়রা মাঠে থাকলে ভিডিওকলের মাধ্যমে কাজ পরিচালনা করবেন তিনি। তবু মাঠে ঢুকতে পারবেন না তিনি।’

উল্লেখ্য, বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরের কারণে ও দীর্ঘ সময় মিরপুর স্টেডিয়ামে খেলা না থাকায় গামিনি নিজ দেশ শ্রীলংকায় গিয়েছিলেন। দেশে ফেরেন গত বুধবার। কিন্তু অস্ট্রেলিয়া সিরিজের জন্য ২১ জুলাইয়ের আগে দেশে ফিরি কোয়ারেন্টিন পালনের কথা ছিল তার। সেটি না করায় এমন সমস্যায় পড়েছে বাংলাদেশ।