আগামী ৭-১০ দিনের মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার গণমাধ্যমকে একথা জানান তিনি।
একই সঙ্গে চলতি মাসের শেষের দিকে কোভ্যাক্স সুবিধার আওতায় মডার্নার আরও ৩০ লাখ টিকা আসবে বলেও জানান জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী জানান, মডার্না এ মাসের শেষের দিকে আর অ্যাস্ট্রাজেনেকা আগামী ৭-১০ দিনের মধ্যে দেশে পৌঁছাবে।
তিনি বলেন, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা আসার সুবিধা হলো, যারা প্রথম ডোজ দিয়ে দ্বিতীয় ডোজের অপেক্ষায় ছিলেন; তারা এটা পেয়ে যাবেন।
এদিকে সোমবার থেকে সারাদেশে দেওয়া হচ্ছে চীনের তৈরি সিনোফার্মের টিকা। এ ছাড়া আজ (১৪ জুলাই) থেকে দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় দেওয়া হবে মডার্নার টিকা।
এর আগে গত ২ জুলাই থেকে ৩ জুলাই পর্যন্ত দেশে করোনাভাইরাস প্রতিরোধী ৪৫ লাখ ডোজ টিকা এসেছে। এর মধ্যে কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র থেকে মডার্নার টিকা এসেছে ২৪ লাখ ৬৭ হাজার ২০০ ডোজ। আর চীনের সঙ্গে কেনা চুক্তির আওতায় দুই ফ্লাইটে সিনোফার্মের টিকা এসেছে ২০ লাখ ডোজ।
উল্লেখ্য, দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে। টিকা সংকট দেখা দেওয়ায় ২৬ এপ্রিল থেকে প্রথম ডোজ দেওয়া বন্ধ ঘোষণা করে স্বাস্থ্য অধিদফতর। এরপর ২ মে’র পর থেকে বন্ধ করে দেওয়া হয় টিকার নিবন্ধন। তবে গত ৭ জুলাই থেকে আবারও নিবন্ধন শুরু হয়েছে।