শেখ হাসিনা সরকারের বেশ কয়েকজন হেভিওয়েট ব্যক্তিদের নতুন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ড মঞ্জুর হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান ও সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ বুধবার (৩০শে অক্টোবর) রাজধানীর সিএমএম আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এর মধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে রাজধানীল শাহবাগ থানার দায়ের করা একটি হত্যা মামলায় ৫ দিনের এবং বাড্ডা থানার দায়ের করা আরেক হত্যা মামলায় ৩দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

এদিকে, সাবেক মন্ত্রী শাজাহান খানকে রাজধানীর যাত্রাবাড়ী থানার দায়ের করা একটি হত্যা মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে
নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

সবেশেষ, রাজধানীর মোহাম্মদপুর থানায়া দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

অন্যদিকে, ধানমণ্ডি ও বংশাল থানায় দায়ের করা দু’টি হত্যা মামলায় সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের মোট সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

আজ আরও রিমান্ড মঞ্জুর হয়েছে আলোচিত সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের। চকবাজার থানার দায়ের করা এক মামলায় তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর হয়।

অন্যদিকে, ধানমন্ডি থানার একটি মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ৩ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। রাজধানীর চকবাজার থানার একটি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকতের ৫ দিনের রিমান্ডও মঞ্জুর হয় আজ।