আফগানিস্তানের বিপক্ষে তামিম ইকবাল খেলবেন কি না এই দোটানার ইতি টেনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি নিশ্চিত করেছে, টাইগারদের অভিজ্ঞ ওপেনার থাকছেন না মিরপুর টেস্টে।
চোটের কারণে টানা দুই দিন অনুশীলনই করেননি তামিম। তবে গত রোববার মিরপুরে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্পে তামিমকে দেখা যায়। এ নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে বলেছিলেন, তামিমের ব্যাপারে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। অনুশীলন করলে চোটের অবস্থা বোঝা যাবে। মাঠে ফিজিওরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। ম্যাচের আগের দিন চূড়ান্তভাবে জানানো যাবে তামিম খেলতে পারবেন কি না।
অবশেষে আজ মঙ্গলবার ১৩ জুন ম্যাচের আগের দিন আনুষ্ঠানিক ঘোষণা আসে বিসিবির তরফ থেকে। আগামীকাল বাংলাদেশের হয়ে খেলছেন না তামিম। দেশসেরা এই ওপেনারের বদলে মাহমুদুল হাসান জয়কে একাদশে দেখা যেতে পারে।
টেস্ট ম্যাচের স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, শাহাদাৎ হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, মুশফিকুর রহিম, জাকির হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুশফিক হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, খালেদ আহমেদ।