দীর্ঘ ২০ বছরের যুদ্ধের সমাপ্তি টেনে ৩০ আগস্ট দিবাগত রাতে আফগানিস্তান ছেড়ে গেছে যুক্তরাষ্ট্রের শেষ সামরিক বিমান। কিছু আমেরিকান সৈন্য আশ্রয় নিয়েছেন পাকিস্তানে। এখন পুরো দেশ তালেবানের নিয়ন্ত্রণে।

আমেরিকান বাহিনীর আফগান ভূখণ্ড প্রস্থান ও দেশটির সার্বিক পরিস্থিতি নিয়ে স্থানীয় সময় মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার ‘যুক্তরাষ্ট্রের জন্য সেরা সিদ্ধান্ত’।

আমেরিকান বাহিনী সরানো নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনকে নানা সমালোচনা হজম করতে হচ্ছে ঘরে-বাইরে। এ নিয়ে মঙ্গলবার হোয়াইট হাউসে ব্যাখা দেন তিনি।

বলেন ‘এই যুদ্ধ চিরকাল চালিয়ে যাওয়ার পক্ষে আমি নই। আফগান যুদ্ধের পরিধি আর বাড়াতে চাইনি। এজন্য আমেরিকান বাহিনী সরিয়ে নিয়েছে। আর এটি আমেরিকার জন্য সেরা সিদ্ধান্ত’।

এর আগে, আমেরিকান বাহিনীর প্রস্থানকে ঐতিহাসিক মুহূর্ত আখ্যায়িত করে তালেবান। দলটি বলছে, এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের দখলদারিত্বের অবসান ঘটেছে। আফগানিস্তান পূর্ণ স্বাধীনতা লাভ করেছে।

৩১ আগস্টের মধ্যেই আফগান থেকে বাহিনী প্রত্যাহারের শেষ সময় থাকায় এখনও প্রায় দুইশ’ আমেরিকান নাগরিক দেশটিতে রয়ে গেছেন। তারা যুক্তরাষ্ট্রে ফিরতে চাইলে সব ধরনের সহায়তা করার প্রতিশ্রুতি দেন বাইডেন।

গত কয়েকদিনে কাবুল বিমানবন্দরের উদ্ধার কার্যক্রমকে ‘অসাধারণ সাফল্য’ অ্যাখা দিয়ে  প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে ১ লাখ ২০ হাজার লোককে সরাতে সক্ষম হয়েছে। কোনো জাতিই ইতিহাসে এমন কিছু করে দেখাতে পারেনি। শুধু যুক্তরাষ্ট্রেরই এটি করার সক্ষমতা আছে।’

বাইডেন বলেন, আমি আরও দীর্ঘ সময়ের জন্য এই যুদ্ধকে প্রসারিত করতে চাচ্ছিলাম না এবং সেখান থেকে সরে আসার বিষয়টিও আরও দীর্ঘায়িত করতে চাচ্ছিলাম না। তিনি বলেন, যুক্তরাষ্ট্র গত রাতে আফগানিস্তানে ২০ বছরের যুদ্ধ শেষ করেছে। তার ভাষায়, এটি ছিল আমেরিকার দীর্ঘতম যুদ্ধ।

তালেবান পুনরায় আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর দেশটি থেকে আমেরিকান নাগরিক এবং সহযোগী আফগানদের সরিয়ে নেওয়ার বিষয়ে বাইডেন বলেন, ১ লাখ ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার মাধ্যমে আমরা ইতিহাসের সবচেয়ে বড় বিমান পরিবহন কর্মকাণ্ড সম্পন্ন করেছি। কখনোই কোনো দেশ এরকম কিছু করেনি বলেও দাবি করেন জো বাইডেন।