ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলে আবারও আইসিইউতে ভর্তি। শুক্রবার তাকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। খবর- রয়টার্সের।

এ মাসের শুরুতে পেলের কোলন টিউমার অস্ত্রোপচার করা হয়েছিল। মাত্র সাতদিন আগে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়েছিল তাকে। ৮০ বছর বয়সী তিনবারের বিশ্বকাপ জয়ী পেলে দীর্ঘ সময় ধরে নিতম্বের সমস্যায় ভুগছেন। এ সমস্যার কারণে তিনি ঠিকমতো হাঁটতে পারেন না।

পেলে ব্রাজিলের হয়ে ৯২ ম্যাচ খেলে গোল করেছিলেন ৭৭টি, যা ব্রাজিলের হয়ে করা যেকোনো খেলোয়াড়ের সর্বোচ্চ গোল।
ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন পেলে। আইসিইউতে তিনবারের বিশ্বকাপজয়ী ফুটবলার কেমন আছেন এই ব্যাপারে জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ। পেলের অবস্থা ‘স্থিতিশীল’ বলে জানিয়েছে তারা। গত সপ্তাহেই কোলন টিউমারের অপারেশন হয়েছিল পেলের।

এরপর থেকেই তিনি ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছিলেন না। হাসপাতাল কতৃপক্ষ বলছে, ‘সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে পেলেকে হাসপাতালে নেওয়া হয়েছে। অবস্থার আরেকটু উন্নতি হলে তাকে ‘সেমি আইসিইউ’তে নেওয়া হবে।

পেলেকে নিয়ে উদ্বিগ্ন পুরো বিশ্বের মানুষ। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলারদের একজন হিসেবে বিবেচনা করা হয় তাকে। ইনস্টাগ্রামে বাবার অসুস্থতা নিয়ে তার মেয়ে কেলে নাসিমন্তো লিখেছেন, ‘খুব দ্রুত সেরে উঠবেন বাবা…আপনাদের কথা দিচ্ছি।’

তিনি আরও লেখেন, ‘সাধারণত উনার বয়সী মানুষদের অপারেশনের পর সেরে ওটা দুই পা এগিয়ে গেলে এক পা পিছিয়ে যায়।’ ইনস্টাগ্রামে এমন বার্তার সঙ্গে হাসপাতালে বাবার সঙ্গে একটি ছবিও আপলোড করেছেন কেলে। তিনি বলছেন, ওই মুহূর্তেই ছবিটি তোলা হয়েছিল।