বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভে অংশ নেয়া আরও ৭৫ বাংলাদেশিকে মুক্তি দিয়েছে দেশটির সরকার।
শুক্রবার (২৯শে নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টার একান্ত সচিব মো. সারওয়ার আলম।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সংহতি প্রকাশ করে বিক্ষোভে অংশ নেয়ায় গ্রেফতার ১৮৮ জনকে মুক্তি দিয়েছে আমিরাত সরকার। এ ইস্যুতে দেশটিতে আর কোনো বাংলাদেশি গ্রেফতার নেই।
দুপুরে এক ফেসবুক পোস্টে সারওয়ার আলম লিখেন, জুলাই-আগস্ট ২০২৪-এ ছাত্র-জনতাকে হত্যা ও নিপীড়নের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করায় আটক আরও ৭৫ প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত সরকার।