অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ দল। কিন্তু ম্যাচের মাঝপথেই জানা গেলো একজন আম্পায়ার করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে ম্যাচটি বাতিল ঘোষণা করেছেন আয়োজকরা। দলের মিডিয়া ম্যানেজার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ম্যাচটি পরিত্যক্ত হলেও বাংলাদেশ দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আগেই সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে।