পর্দায় আসছে মোশারফ করিমের ব্যাপক আলোচিত ও প্রশংসিত ওয়েব সিরিজ ‘মহানগর’এর দ্বিতীয় সিরিজ। বৃহস্পতিবার রাতে এর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই।
প্রথম সিরিজটিতে ওসি হারুনের সঙ্গে আলোচিত হন ইন্সপেক্টর মলয়। তবে চরিত্র দুটোতে এবারও মোশাররফ করিম ও মোস্তাফিজুর নূর ইমরান থাকছেন কিনা তা এখনই জানাননি নির্মাতা আশফাক নিপুণ।
ভারতীয় প্রতিষ্ঠানটির বাংলাদেশের বিজনেস লিড সাকিব আর খান বলেন, আমরা এরই মধ্যে সিরিজটির দ্বিতীয় সিজনের বিষয়বস্তু চূড়ান্ত করেছি। আশা করছি, গল্প লেখা ও শুটিং শেষে বছরের দ্বিতীয় ভাগের যে কোনও সময়ে মুক্তি দিতে পারবো। গল্পের মূল চরিত্র যেহেতু ওসি হারুন, অবশ্যই পুলিশের গল্প থাকবে। তবে এবারের গল্পটি আগেরটির চেয়ে আলাদা হবে।
গত বছর ২৬ মার্চ ‘হইচই’-এ মুক্তি পেয়েছিল মহানগর ওয়েব সিরিজটি। মুক্তির পর থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে সেটি।