পশ্চিম ইউক্রেনের ব্রোডির কাছের লভিভ অঞ্চলে রাশিয়ার সামরিক বাহিনীর হামলা প্রতিহত করার দাবি করেছে ইউক্রেনের সৈন্যরা। শনিবার টেলিগ্রাম বার্তায় লভিভের মেয়র এ তথ্য জানান।
লভিভের মেয়র আন্দ্রে সাদোভি বলেছেন, শনিবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে ব্রোডির কাছে রাশিয়ার সামরিক বাহিনীর তিনটি হেলিকপ্টার অবতরণ করেছে। এতে প্রায় ৬০ সৈন্য ছিল। তিনি বলেন, ‘ইউক্রেনের সৈন্যরা দখলদার বাহিনীকে তাড়িয়ে দিয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছি।’
এদিকে, আগ্রাসন তৃতীয় দিনে গড়ানোর সাথে সাথে ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর হামলা ব্যাপক আকার ধারণ করেছে। ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ সৈন্যরা গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। রাজধানী কিয়েভের বিভিন্ন প্রান্তে রুশ সৈন্যরা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে খবর দিয়েছে বিবিসি।
অন্যদিকে, রুশ বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স বলছে, রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের দক্ষিণপূর্বাঞ্চলের মেলিটোপোল শহরের দখল নিয়েছে। মেলিটোপোলের ভাগ্যে আসলে কী ঘটেছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে ইউক্রেনের কর্মকর্তাদের মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
তবে ব্রিটেনের সশস্ত্র বাহিনীবিষয়ক মন্ত্রী জেমস হিপ্পি ইন্টারফ্যাক্সের প্রতিবেদনের ব্যাপারে সন্দেহ প্রকাশ করে বলেছেন, দেড় লাখ মানুষের এই শহর এখনও ইউক্রেনীয়দের হাতে রয়েছে।
ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার আগ্রাসনে এখন পর্যন্ত তিন শিশুসহ ১৯৮ ইউক্রেনীয় নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও এক হাজার ১১৫ জন। তবে হতাহতের এই সংখ্যা শুধুমাত্র বেসামরিক নাগরিকদের কি না সেটি পরিষ্কার হওয়া যায়নি।