আমেরিকান জ্বালানিমন্ত্রী জেনিফার গ্রানহোলম টুইটারে লিখেছেন, ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রে অগ্নিকাণ্ডের বিষয়ে তিনি ইউক্রেনের জ্বালানিমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। জেনিফার বলেন, তিনি মার্কিন নিউক্লিয়ার ইনসিডেন্ট রেসপন্স টিমকে সক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছেন।
গ্রানহোম বলেন, পারমাণবিক কেন্দ্রের কাছে রাশিয়ার সামরিক অভিযান অত্যন্ত বেপরোয়া পদক্ষেপ এবং এটা শেষ হওয়া উচিত।
তিনি বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়, আমেরিকান পারমাণবিক নিয়ন্ত্রণ কমিশন এবং হোয়াইট হাউসের সঙ্গে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।
ওই পারমাণবিক কেন্দ্রে এখনও বিকিরণের মাত্রা বাড়েনি বলেও জানান তিনি।
.@ENERGY has activated its Nuclear Incident Response Team and is monitoring events in consultation with @DeptofDefense, @NRCgov and the White House. We have seen no elevated radiation readings near the facility. 2/
— Secretary Jennifer Granholm (@SecGranholm) March 4, 2022
রাশিয়ান সৈন্যদের আক্রমণের পর জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগে। এটি ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।
ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ান সৈন্যরা দক্ষিণ-পূর্ব ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রটি দখলের জোর চেষ্টা করছে।