যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সতর্কতা অগ্রাহ্য করেই সোমবার ইউক্রেনের দুই রুশপন্থি অঞ্চল দোনেৎস্ক ও লুগানস্কেরকে ‘স্বাধীন’ ঘোষণা করেছে রাশিয়া।

রাশিয়ার এ পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মঙ্গলবার জরুরি সভায় বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। খবর আনাদোলুর।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী ডিমিত্র কুলেবা মঙ্গলবার ভোরে এক টুইটবার্তায় এ কথা জানান। ইউক্রেনের দুই অঞ্চলকে ‘স্বাধীন’ ঘোষণার এ পদক্ষেপকে রাশিয়ার অবৈধ হস্তক্ষেপ বলে দাবি করছেন ডিমিত্র কুলেবা।

ইউক্রেনের আহ্বানে এ জরুরি সভায় বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণাটি ‘ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন’ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের জন্য ইউক্রেনের আহ্বানকে সমর্থন করছে তারা।

ক্রেমলিনের এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে— যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্কসহ ইউরোপের দেশগুলো।