এতদিন ইনস্টাগ্রামে ছিলেন না আমেরিকান অভিনেত্রী, নির্মাতা ও মানবতাকর্মী অ্যাঞ্জেলিনা জোলি। অ্যাকাউন্ট খুলতেই একদিনে জুটে গেলো ৪৫ লাখ ফলোয়ার। এরপর আর এক মুহূর্তও দেরি করলেন না। পোস্ট করলেন এক আফগান কিশোরীর আর্তনাদ।
জোলিকে কী লিখেছে ওই কিশোরী? নিজের ইনস্টাগ্রামের প্রথম পোস্টেই চিঠিটির একটি ছবি শেয়ার করে জোলি লিখেছেন, ‘চিঠিটি এক আফগান টিনএজার মেয়ে আমার কাছে পাঠিয়েছে। দেশটির লোকজন এখন নিজেদের মুক্তভাবে সামাজিক মাধ্যমগুলোতে নিজেদের মতামত প্রকাশ করতে পারছে না। তাই ওই কিশোরীর হয়ে চিঠিটি শেয়ার করতেই ইনস্টাগ্রামে এলাম আমি।
লম্বা চিঠিতে কিশোরী যা লিখেছে তার সারকথা হলো- তারা এখন স্বাধীনভাবে ঘুরতে পারছে না। স্কুলে যেতে পারছে না। এ পর্যন্ত যত পরীক্ষার প্রস্তুতি নিয়েছিল তার সবই হাওয়ায় উড়ে গেছে।
জোলি তার পোস্টে আরও জানালেন, নাইন-ইলেভেনের ঠিক দুই সপ্তাহ আগে তিনি আফগান সীমান্ত এলাকায় ছিলেন। সেখানে তালেবানের ভয়ে পালিয়ে আসা শরণার্থীদের অবস্থা দেখতে গিয়েছিলেন তিনি।
‘এটা রীতিমতো অসুস্থ একটা দৃশ্য যে আবারও আফগানদের বাস্তুহারা হতে দেখছি। আবারও তাদের দেশটাকে আঁকড়ে ধরেছে অনিশ্চয়তা।’
তবে অন্য আরও অনেকের মতো জোলিও প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি মুখ ফিরিয়ে নেবেন না। ‘আমি কোনও না কোনও পথ খুঁজে নেওয়ার চেষ্টা করবোই। আশা করি আমার সঙ্গে অন্যরাও যোগ দেবে।’ যোগ করেন জোলি।