প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করবেন ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাদিমি।
সোমবার অনুষ্ঠিতব্য এই বৈঠকে ইরাক থেকে আমেরিকান সেনা প্রত্যাহারের বিষয়টি প্রাধান্য পাবে বলে জানা গেছে।
ঈদুল আজহার আগের দিন বাগদাদের একটি ব্যস্ত বাজারে বোমা হামলার এক সপ্তাহ পর বাউডেন ও খাদেমির মধ্যে বৈঠক হতে যাচ্ছে। ওই হামলা দায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) স্বীকার করেছিল। ইরাক থেকে আইএস পরাজিত হয়েছে বলে তিন বছর আগেই ঘোষণা করেছিল দেশটি।
এদিকে, ইরাক থেকে মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহারের জন্য বাগদাদের ইরান-সমর্থিত বিভিন্ন গোষ্ঠী চাপের মুখে রেখেছে কাদিমিকে।
অন্যদিকে ইরাক থেকে আমেরিকান সেনা প্রত্যাহারের ব্যাপারে দুই দেশই সম্মত হয়েছে বলে ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন।