ইসকন নিষিদ্ধ না করা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন হেফাজত ইসলামের নেতারা।
শুক্রবার (২৯শে নভেম্বর) বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ইসকন নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, ভারত এবং আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় এই ইসকন তৈরি হয়েছে। ভারত থেকে প্রেসক্রিপশন নিয়ে চিন্ময় উস্কানি দিয়েছে। এসময় ইসকন নিষিদ্ধের পাশাপাশি আইনজীবী হত্যায় মদতদাতাদের বিচারের দাবি জানান বক্তারা।