পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মজীবী মানুষ ফিরতে শুরু করেছে ব্যস্ত রাজধানী ঢাকায়। কর্মস্থলগামীরা বলছেন এবার অনেকটা স্বস্তি নিয়েই তারা ঢাকায় ফিরছেন। কোথাও যানজট নেই, বিভিন্ন পরিবহনে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও তেমন মেলেনি। কোনো ভোগান্তি পোহাতে হয়নি টিকিট পেতে।

রবিবার ভোর থেকে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে পৌঁছাতে শুরু করে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা লঞ্চগুলো। সব লঞ্চেই ছিল যাত্রীর চাপ। তবে স্বস্তিতেই ঢাকায় ফিরেছেন সবাই। এদিকে সকাল থেকে কমলাপুর রেলস্টেশনে আসা ট্রেনগুলো ছিল যাত্রীতে বোঝাই। তবে ভোগান্তি না হওয়ায় খুশি যাত্রীরা।

রেলপথে এদিনও অনেকে বাড়ির পানে ছুটেছেন। ঈদের আগে যাত্রার ঝক্কিঝামেলা এড়াতে রওনা দিয়েছেন এই সময়। দেশের বিভিন্ন স্থান থেকে যাত্রীবাহী বাসগুলো রাজধানীতে ফিরতে শুরু করেছে। স্বচ্ছন্দে ঢাকায় ফিরে স্বস্তির কথা জানান যাত্রীরা।