স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন কামনা করছে তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ।

মঙ্গলবার গুলশানে বিজিএমইএ পিআর অফিসে সংগঠনটির সভাপতি ফারুক হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো। এ সময় বিজিএমইএ সভাপতি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে বাংলাদেশের চ্যালেঞ্জগুলো এবং সাবলীল উত্তরণ ও টেকসই উন্নয়নের জন্য দেশকে কোন কোন ক্ষেত্রে দৃষ্টি দিতে হবে, সেসব বিষয় নিয়ে আলোচনা করেন ফারুক হাসান ও মিয়া সেপ্পো।

তারা এলডিসি পরবর্তী সময়ে তৈরি পোশাক শিল্পকে প্রতিযোগিতামূলক রাখতে কৌশল নির্ধারণে গবেষণা এবং নীতি সংস্কারের ওপর গুরুত্ব দেন।

বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে তৈরি পোশাক খাত কীভাবে আরও বেশি অবদান রাখতে পারে সে বিষয়ে জাতিসংঘের সহযোগিতাও চান বিজিএমইএ সভাপতি।