ভেনেজুয়েলার পর উরুগুয়ের সঙ্গেও ড্র করল ব্রাজিল। সালভাদরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের উরুগুয়ের সঙ্গে পিছিয়ে পড়েও ১-১ গোলে ড্র করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ৫৫ মিনিটে রিয়াল মাদ্রিদ তারকা ফেদেরিকো ভালভের্দের দারুণ এক গোলে এগিয়ে যায় উরুগুয়ে। ৭ মিনিট পেনাল্টি বক্সের মাথা থেকে গেরসনের দুর্দান্ত এক শট খুঁজে নেয় উরুগুয়ের জাল।
স্বাগতিক ব্রাজিলের জন্য ম্যাচটি ছিল প্রতিশোধের থাকলেও সেই প্রতিশোধ যেন আর নেওয়া হলো না এবার। গেল কোপা আমেরিকায় টাইব্রেকারে ব্রাজিলকে ৪-২ গোলে হারায় উরুগুয়ে। তবে ড্র করেও যেন একপ্রকার নিজেদের সম্মান রক্ষা করল সেলেসাওরা।
অন্যদিকে উরুগুয়ে খেলায় ব্যস্ত সময় পার করেছে রক্ষণভাগে। দুই দলের কাউকেই সেভাবে ফিনিশিংয়ে দেখা যায়নি। একের পর এক পাস মিসে খেলায় কিছুটা ছন্দপতন ঘটে। তবে ব্রাজিলকে শেষদিকে এসে বেশ আক্রমণাত্মক হতে দেখা গেছে। ফিনিশিং ব্যর্থতায় রাফিনিয়া, ইগর হেসুস, ভিনিসিয়ুসরা মিস করেছেন একের পর এক সুযোগ।
ব্রাজিল দলের খারাপ সময় যাচ্ছে বহুদিন ধরে। ভাবা হচ্ছিল দরিভাল জুনিয়র হয়ত ত্রাতা হয়ে ব্রাজিলের হারানো গৌরব ফিরিয়ে আনবেন। সে অনুযায়ী পুরো দলের কাঠামো পাল্টে নতুন রূপ দেন দলকে। তবুও আশার আলো দেখা যাচ্ছে না দলে।
অবশ্য খেলার ধরণ বদলেছে খেলোয়াড়দের। আক্রমণাত্মক খেলায় মনোযোগী হয়েছেন ভিনিসিয়ুসরা। উরুগুয়ের বিপক্ষে গোল হজমের পর দমে যায়নি তারা। ৬১ মিনিটের মাথায় গোল পরিশোধ করেন গেরসন। এরপর থেকে ব্রাজিলের চিরায়ত আক্রমণাত্মক ফুটবল দেখা গেছে মাঠে। তবে ফরোয়ার্ড লাইনের দুর্বলতার কারণে শেষপর্যন্ত হতাশ হতে হয়েছে তাদের। জয়ের দেখা আর মেলেনি।
ঘরের মাঠে পয়েন্ট হারিয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকার পাঁচে নেমে গেল ব্রাজিল। ১২ ম্যাচে তৃতীয়বার ড্র করা ব্রাজিলের পয়েন্ট ১৮। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে। আজ পেরুকে ১-০ গোলে হারানো বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে।