ফ্লোরিডায় প্রতিষ্ঠিত প্রথম বাংলা ভাষার সম্প্রচারমাধ্যম এফবি টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বাণী দিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। ১৮ জানুয়ারি দর্শকনন্দিত এই টেলিভিশন চ্যানেলটি তৃতীয় বর্ষ পেরিয়ে চতুর্থ বছরে পদার্পন করলো।
রাষ্ট্রদূত রাবাব ফাতিমা তার দেয়া বাণীতে বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রতিষ্ঠিত প্রথম বাংলা ভাষার টেলিভিশন ‘এফবি টিভি’ চতুর্থ বর্ষে পদার্পন করতে যাচ্ছে জেনে আমি আনন্দিত। আমি এ উপলক্ষে চ্যানেলটির উদ্যোক্তা, সাংবাদিক, কলাকুশলী ও দর্শকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানাই”।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তার বাণীতে আরও উল্লেখ করেছেন, “গণমাধ্যম সমাজের দর্পন। বিশেষ করে টিভি চ্যানেলসমূহ প্রকাশিত সংবাদ, তথ্য ও অনুষ্ঠানের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বাংলাদেশে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ”। রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেন, “শেখ হাসিনা সরকারই প্রথম ১৯৯৬-২০০১ মেয়াদকালে দেশে বেসরকারি টেলিভিশনের দ্বার উন্মুক্ত করে দেয়। বিগত ১২ বছরেরও বেশী সময়ে সরকার প্রায় অর্ধশত টিভি চ্যানেল, বিপুল সংখ্যক এফএম ও কমিউনিটি রেডিও’র অনুমোদন দিয়েছে। পত্র-পত্রিকার সংখ্যা বেড়েছে বহুগুণে। এর ফলে সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের কাজের পরিধি ও ক্ষেত্র বিস্তৃত হয়েছে”।
বাণীটি পড়তে এখানে ক্লিক করুন

রাষ্ট্রদূত তার বাণীতে আরও উল্লেখ করেন,  “বর্তমান সরকার ২০০৯ সালে বাংলাদেশে তথ্য অধিকার আইন প্রণয়ন করেছে, প্রতিষ্ঠা করেছে তথ্য কমিশন। ইতোমধ্যে ‘জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪’, ‘অন-লাইন গণমাধ্যম নীতিমালা’, ‘সাংবাদিক সহায়তা ভাতা ও অনুদান নীতিমালা-২০১২’, ‘বাংলাদেশ সাংবাদিক

কল্যাণ ট্রাস্ট আইন-২০১৪’ প্রণয়ন করা হয়েছে। অনুমোদন দেওয়া হয়েছে নবম ওয়েজ বোর্ড। এ সকল সময়োপযোগী পদক্ষেপের ফলে দেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে”।

রাবাব ফাতিমা বলেন, “আমরা এখন জাতীয়ভাবে প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং একইসাথে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করছি। আমার প্রত্যাশা, এই মাহেন্দ্রক্ষণে এফবিটিভি তার সংবাদ ও অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে বঙ্গবন্ধুর কালজয়ী ও অবিসংবাদিত নেতৃত্ব, ত্যাগ ও সূদীর্ঘ সংগ্রামের ইতিহাস এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অদম্য অগ্রযাত্রার নানাদিক তুলে ধরবেন যাতে সকল প্রবাসী ও প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম দেশ ও জাতি সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারে”।
রাষ্ট্রদূত রাবাব ফাতিমা আশা করে লিখেন, “এফবিটিভি’ তথ্য ও সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা বজায় রাখবে। আবহমান বাঙালি সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখবে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহীত রূপকল্প ২০৪১-কে এগিয়ে নিতে অবদান রাখবে”।

তিনি এফবিটিভি’র উত্তরোত্তর সমৃদ্ধি ও অব্যাহত অগ্রযাত্রা কামনা করেন।