তিন পেরিয়ে চার বছরে পা দিয়েছে এফবি নিউজ২৪/৭। পাঠক প্রিয়তার মেলবন্ধনের যাত্রাপথ শুরু হয়েছিল ২০২১ সালের ৬ জুলাই। হাসি, আনন্দ ও সাফল্য নিয়ে পার হয়ে গেল তিনটি বছর। ৪র্থ বছরে পদার্পণ উপলক্ষে ৬ জুলাই শনিবার স্থানীয় সময় সন্ধ্য আট টার সময় 7667 লেক ওয়ার্থ RD, লেক ওয়ার্থ সৈকত, ফ্লোরিডা 33467 এ নানান কর্মসূচীর আয়োজন করা হয়। এর মধ্যে আলোচনা সভা, কেক কাটা, সাংস্কৃকিত অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মায়ামী মিশন প্রধান ইকবাল আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াসিংটন ডিসিস্থ বাংলাদেশ দুতাবাসের প্রেস মিনিস্টার এ জেড এম সাজ্জাদ হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রেসিডিয়াম সদস্য যুবনেতা মুন্জুরুল আলম শাহীন। এছাড়া ফ্লোরিডার মূলধারার জনপ্রতিনিধিসহ কমিউনিটির বিশিষ্টজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত পাঠ করেন ফাহিম হোসেন ও গীতা পাঠ করেন উত্তম দে। পরে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এর পর গাওয়া হয় যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত। এর পর শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন এফবি নিউজের চেয়ারম্যান নাইম খান দাদন। পরে প্রধান অতিথির বক্তব্য দেন কনস্যুলেট জেনারেল অফ বাংলাদেশ, মায়ামীর কনস্যুল জেনারেল ইকবাল আহমেদ।
এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার এজেডএম সাজ্জাদ হোসেন। এছাড়া কো চেয়ারম্যান ইশতিয়াক সিদ্দিক বাবু, বিশিষ্ঠ ব্যবসায়ি আলি নুর মঞ্জু, এফবি নিউজের সম্পাদক ও প্রকাশক মো. টিটন মালিক, এবিএম মোস্তফা, ডাঃ ইফতেখার আহমেদ, এমরান জনি, আওয়াল দয়ান, গোলাম মোর্শেদ, কিডনি স্পেসালিস্ট ডাঃ রাজেশ আগারওয়ালা, চক্ষু বিশেষজ্ঞ অর্চনা গুপ্তা, সাইফুল ইসলাম বুলবুল, বাংলা টাইমস ৩৬০ এর প্রধান সম্পাদক বখতিয়ার রহমান এবং সবার প্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব চিত্রা সুলতানা শুভেচ্ছ বক্তব্য দেন।
এসময় ১১ টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে শ্রেষ্ঠত্ব পুরস্কার দেওয়া হয়। তাদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি ইকবাল আহমেদ। উল্লেখ্য এসময় প্রাধান অতিথি ইকবাল আহমেদের হাতে পুরষ্কার তুলে দেন এফবি নিউজ পরিবার। এছাড়া অনুষ্ঠানে ২৮ টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে প্রশংসা পুরস্কার দেওয়া হয়।
অুষ্ঠানের পরের অংশে সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। পরে রাতের খাবার আয়োজনের মধ্যে শেষ হয় অনুষ্ঠানটি। সুকণ্ঠী আবৃত্তিকার কেয়া রোজারীওর উপস্থাপনায় পুরো আয়োজনে সহযোগিতা করেন আওলাদ হাওলাদার, ইশতিয়াক সিদ্দীক বাবু, অরুণ চৌধুরী, মিথাড খান, সুমন বিশ্বাস, দিপু জামান, এম কে আলম, গোলাম মোর্শেদ, মোঃ খোরশেদ ও মোস্তফা ফিরোজ।
শনিবার এফবি নিউজের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান শেষে পরের দুই দিন রোরিবার ও সোমবার বিভিন্ন সংগঠনের সাথে মত বিনিময় সভার আয়োজন করা হয়। এসব সভায় উপস্থিত ছিলেন, ওয়াসিংটন ডিসিস্থ বাংলাদেশ দুতাবাসের প্রেস মিনিস্টার এ জেড এম সাজ্জাদ হোসেন। পরের দিন মঙ্গলবার ফ্লোরিডা ত্যাগ করে ওয়াসিংটন ডিসির উদ্যেশে রওনা দেন প্রেস মিনিস্টার এ জেড এম সাজ্জাদ হোসেন।