আজ ৬ জুলাই শনিবার জনপ্রিয় ও ভিন্নধারার বাংলা অনলাইন পোর্টাল ‘এফবি নিঊজ২৪৭ডট কম’ এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। গত ২০২১ সালের এই দিনে ‘সচল সংবাদ সবসময়’ এ স্লোগানকে ধারণ করে যাত্রা শুরু হয় এফবি নিউজের।

হাসি, আনন্দ ও সাফল্য নিয়ে পার হয়ে গেল তিনটি বছর। পাঠক প্রিয়তার মেলবন্ধনের যে যাত্রাপথ শুরু হয়েছিল ২০২১ সালের  ৬ জুলাই। আজ তা ৪র্থ বছরে পদার্পণ করেতে যাচ্ছে। যাত্রা শুরু করার পর এরই মধ্যে সংবাদ মাধ্যমটি দর্শকদের বিপুল ভালোবাসা যুগিয়েছে।

শনিবার এফবি নিঊজ২৪৭ডট কম এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে 7667 লেক ওয়ার্থ RD, লেক ওয়ার্থ সৈকত, ফ্লোরিডা 33467 এ স্থানীয় সময়  সন্ধ্যয় সময় নানান কর্মসূচীর আয়োজন করা হয়েছে। আলোচনা সভা, কেক কাটা ও গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মায়ামী মিশন প্রধান ইকবাল আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এ জেড এম সাজ্জাদ হোসেন, প্রেস মিনিস্টার, বাংলাদেশ দুতাবাস, ওয়াসিংটন ডিসি। এছাড়া আশা করা হচ্ছে ফ্লোরিডার মূলধারার জনপ্রতিনিধিসহ কমিউনিটির বিশিষ্টজনেরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যে আপনারা সবাই আমন্ত্রীত। আপনাদের উপস্থিতি আমাদের উদ্যোগকে সাফল্যমন্ডিত করবে।