সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রকারীর শক্তি  বিএনপিকে পরাজিত করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপিরসহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো কমেনি, সময় এসেছে সবাই ঐক্যবদ্ধ থাকার।

শুক্রবার (২৯শে নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে কোনভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না বলে জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি আশা করে এই সরকার গণমানুষের দাবির প্রতি লক্ষ্য রেখে দ্রুত একটি অবাধ, সুষ্ঠ এবং অংশগ্রহণ মূলক নির্বাচনের আয়োজন করবে। বিএনপি আর কোন ষড়যন্ত্র দেখতে চায় না। ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে চায় না।’