করোনায় আক্রান্ত দম্পতির স্বামী রফিকুল ইসলাম মন্টু আইসিইউ থেকে ফিরে আসতে সক্ষম হলেও স্ত্রী আঞ্জুমান আরা (৫৯) মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া সিটি সংলগ্ন আপার ডারবির এই নারী টিকা নেননি। অপরদিকে তার স্বামী পূর্ণ ডোজের টিকা এবং বুস্টার ডোজও নিয়েছেন।
আপার ডারবি সিটির কাউন্সিলম্যান শেখ সিদ্দিক এবং মিলবোর্ন সিটির মেয়র মাহবুবুল আলম তৈয়ব জানান, ফিলাডেলফিয়া অঞ্চলের প্রবাসীদের ৯৮% টিকা নিয়েছেন। ফলে ওমিক্রণ/ডেল্টায় অনেকে আক্রান্ত হলেও হাসপাতালে ভর্তি হওয়ার মত পরিস্থিতি তেমন দেখা যাচ্ছে না।
দুই কন্যা এবং এক ছেলে ও স্বামীসহ আঞ্জুমান আরা সিরাজগঞ্জ থেকে যুক্তরাষ্ট্রে এসেছিলেন ১০/১২ বছর আগে।
উল্লেখ্য, করোনার টিকা প্রদানের কর্মসূচি শুরুর পর যুক্তরাষ্ট্রে এই প্রথম কোন প্রবাসীর মৃত্যু হলো।
এদিকে, টিকাদান কার্যক্রম জোরদার সত্বেও নিউইয়র্ক সিটিতে সংক্রমিত হবার হার সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছে ১ জানুয়ারি। সে সংখ্যা ৬৫ হাজার ছাড়িয়েছে। নিউইয়র্ক সিটি হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, যেখানে এ যাবৎ মৃত্যু হয়েছে ৩৫৪৪৭ জনের। আক্রান্ত হয় ১৫ লাখ ৪৪ হাজার ৯৫৮ জন।
স্বাস্থ্য দফতর সূত্রে আরও বলা হয়েছে, এ যাবৎ টিকা নিয়েছে ৬৮ লাখ ১৭ হাজার ১৪৭ জন। মোট জনসংখ্যার এ হার হচ্ছে ৮১.৮%। অপরদিকে, সারা আমেরিকায় এ যাবৎ মারা গেছে ৮ লাখ ২৬ হাজার জন। আক্রান্ত হয়েছিলেন ৫ কোটি ৫০ লাখ ৬৯ হাজার ৩৪৭ জন। গত ২৮ দিনে যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত হয়েছে ৬০ লাখ ২০০ জন। এটি হচ্ছে সর্বাধিক সংখ্যক সংক্রমিত হবার ঘটনা। এমন পরিস্থিতিতে নিউইয়র্ক সিটির পাবলিক স্কুল খুলছে। সিটি মেয়রসহ স্কুল চ্যান্সেলর বলেছেন, ক্লাসে প্রবেশের সময়ে টেস্ট করা হবে টিকা না নেয়া শিক্ষার্থীদের। সকল শিক্ষার্থীর তাপমাত্রা পরীক্ষা করা হবে। পুরো স্কুল ভবনকে স্যানিটাইজ করা হয়েছে। সুতরাং ক্লাসে সংক্রমিত হবার কোন আশঙ্কা থাকবে না বলে দাবি করেন সিটি মেয়র এডিরক এডামস।
এদিকে, নিউইয়র্কে অবিশ্বাস্য রকমভাবে সংক্রমিত হবার ঘটনা বৃদ্ধি পাওয়ায় কমিউনিটির অনেক প্রোগ্রাম স্থগিত অথবা সীমিত পরিসরে করা হচ্ছে। নিউইয়র্ক ডেমক্র্যাটিক ক্লাব, ইয়ুথ ফোরাম এবং উইমেন্স ফোরামের বার্ষিক ডিনার এবং ইংরেজি নতুন বছরকে বরণের কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। এটি হবার কথা ছিল ৯ জানুয়ারি রবিবার। ইউএস সিনেটের লিডার সিনেটর চাক শ্যুমারসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আসার কথা ছিল এই অনুষ্ঠানে।
২ জানুয়ারি সন্ধ্যায় এই আয়োজনের প্রধান ডেমক্র্যাট মোর্শেদ আলম এ সংবাদদাতাকে জানিয়েছেন, করোনা পরিস্থিতি কিছুটা অনুকূলে এলেই নতুন তারিখ ঘোষণা করা হবে। করোনায় বহু কর্মচারী আক্রান্ত হওয়ায় নিউইয়র্ক পাতাল ট্রেনের সার্ভিস কমানো হয়েছে। একই কারণে রবিবার ২৮ শতাধিক ফ্লাইট বাতিলের তথ্য জানিয়েছে ফেডারেল এভিয়েশন অথরিটি।
এর আগের দিন অর্থাৎ শনিবার বাতিল হয় ২৭০০ ফ্লাইট। এভাবে লণ্ডভণ্ড হয়ে পড়েছে এয়ারলাইন্স সিডিউল। লাখ লাখ যাত্রীর গন্তব্যে পৌঁছা অনিশ্চিতের সাগরে হাবুডুবু খাচ্ছে।